সরায়েল ইরানের সঙ্গে চলমান যুদ্ধ দ্রুত শেষ করার পরিকল্পনা গ্রহণ করেছে। এই বার্তা যুক্তরাষ্ট্র তাদের আরব মিত্রদের মাধ্যমে ইরানের কাছে পৌঁছে দিয়েছে। খবরটি প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল।
ইসরায়েলি টেলিভিশন চ্যানেল-১২ এর প্রতিবেদনে বলা হয়েছে, ‘অপারেশন রাইজিং লাইন’ নামে অভিযানটির মাধ্যমে ইসরায়েল আশা করছে খুব দ্রুত ইরানের পারমাণবিক কর্মসূচি ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হুমকি নির্মূল করতে পারবে এবং তাদের সামরিক লক্ষ্য অর্জন করবে।
ওয়াল স্ট্রিট জার্নালে আরব কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েল এই অভিযান দ্রুত শেষ করতে চায় এবং যুক্তরাষ্ট্র তাদের মাধ্যমে ইরানকে এই সংকেত পৌঁছে দিয়েছে। তবে ইরান এখনই এই যুদ্ধ শেষ করতে রাজি নয়, যদি না যুক্তরাষ্ট্রের হামলার জবাব দিতে পারে।
ইসরায়েলি এক কর্মকর্তা টাইমস অফ ইসরায়েলকে বলেছেন, ইরান যদি পারমাণবিক কর্মসূচি বাতিলের প্রতিশ্রুতি দেয়, তবে ইসরায়েল যুদ্ধ বন্ধের জন্য প্রস্তুত। তবে এই সিদ্ধান্ত ইরানের ওপর নির্ভর করছে। তিনি বলেন, “আমরা চাইলে এখনই যুদ্ধ শেষ করতে পারি, কিন্তু সেটা হবে যদি ইরান চুক্তি করে।”
চ্যানেল-১২ উল্লেখ করেছে, এই অভিযান শেষ করার দুটি পথ রয়েছে। প্রথমত, ইসরায়েল একতরফাভাবে ঘোষণা করতে পারে যে তাদের লক্ষ্য সফল হয়েছে এবং ইরান ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করেছে। দ্বিতীয়ত, যুক্তরাষ্ট্র ঘোষণা করতে পারে দুই পক্ষই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, যদিও এটি ইসরায়েলের জন্য কম গ্রহণযোগ্য।
অপরদিকে, ইরান যদি ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ না করে, তাহলে ইসরায়েল আরও জোরালো হামলা চালাবে এবং তেহরানের শাসকগোষ্ঠীকে সরাসরি টার্গেট করবে। ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াল্লা জানায়, তেহরানের কেন্দ্রস্থলে সরকারি স্থাপনায় হামলার মাধ্যমে ইসরায়েল একটি কঠোর বার্তা দিয়েছে, যা ইরানকে সতর্ক করেছে।
নিরাপত্তা সূত্র বলছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিই এই সংঘাত বন্ধে বাধা হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েলি কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা ইরানকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনবে এবং তারা শেষ পর্যন্ত পারমাণবিক কর্মসূচি বন্ধে সম্মত হবে।
তবে, ইসরায়েল মনে করলে ইরান আবারও কর্মসূচি শুরু করতে চাইছে, তাহলে তারা পুনরায় বিমান হামলা চালাবে। গত রোববার প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে তাদের অভিযান সফলতার খুব কাছে পৌঁছেছে এবং তারা দীর্ঘমেয়াদি যুদ্ধে জড়াতে চায় না। কিন্তু প্রধান লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত এই অভিযান বন্ধ হবে না।
প্রকাশক ও সম্পাদক
© কপিরাইট সমাচার বিশ্ব ২০২৫ | আমাদের ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।