চীন সফরের দ্বিতীয় দিনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী সান ওয়েইডংয়ের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ বৈঠক করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তাঁর নেতৃত্বাধীন প্রতিনিধিদল।
মঙ্গলবার (২৪ জুন) বাংলাদেশ সময় সকালবেলা বেইজিংয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানান, বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়। চীন সরকারের পক্ষ থেকে বাংলাদেশের আগামী নির্বাচন যেন “অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক” হয়—সে প্রত্যাশা পুনর্ব্যক্ত করা হয়।
মির্জা ফখরুল বৈঠক শেষে সাংবাদিকদের জানান, চীন নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে। একইসঙ্গে বাংলাদেশের পক্ষ থেকে কৃষি, শিল্প, গার্মেন্টস, স্বাস্থ্য ও অবকাঠামো খাতে চীনের সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার করা হয়েছে।
🔹 এর আগের দিন সোমবার (২৩ জুন), সফরের প্রথম দিনে বিএনপি প্রতিনিধিদল চীনের পিপলস গ্রেট হলে সিপিসি (চীনা কমিউনিস্ট পার্টি) কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরো সদস্য ও জাতীয় গণকংগ্রেস স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান লি হংঝংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।
সেখানে আঞ্চলিক রাজনীতিতে চীনের গঠনমূলক ভূমিকা ও নেতৃত্বের প্রশংসা করেন মির্জা ফখরুল। তিনি এ উদ্যোগকে বহুপাক্ষিক ও ব্যাপকতর করারও আহ্বান জানান।
বৈঠকের সময় চীন সফরের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয় বলেও দলীয় সূত্র জানিয়েছে।
প্রকাশক ও সম্পাদক
© কপিরাইট সমাচার বিশ্ব ২০২৫ | আমাদের ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।