
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও অভিনেতা জাহির ইকবাল দাম্পত্য জীবনের এক বছর অতিক্রম করেছেন। তবে এই এক বছরের মধ্যেই বলিপাড়ায় গুঞ্জন ছড়িয়েছে, তারা নাকি প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন। এমনকি নতুন এই অধ্যায়ের জন্য প্রস্তুতির কথাও শোনা যাচ্ছিল তাদের ঘনিষ্ঠ মহল থেকে।
তবে এবার সেই জল্পনায় নিজেই ইতি টানলেন সোনাক্ষী। স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, তিনি অন্তঃসত্ত্বা নন। নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে অভিনেত্রী বলেন, “আমি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছি, যেখানে এসব ‘নাক গলানো’ মন্তব্যকে গুরুত্ব দিই না। যখন কাজ থাকে না, তখন আমি খুব শান্তিতে থাকি। আর কাজ থাকলে যে চাপ আসে, তা আমি সামলাতে পারি নিজের মতো করেই।”
গুজব নিয়ে কথা বলতে গিয়ে সোনাক্ষী আরও বলেন, “আপনি যা-ই করুন না কেন, কেউ না কেউ কিছু একটা বলবেই। আমি যদি সাদা পোশাক পরি, তাও কেউ বলবে এটা কালো! তাই এসব ছোটখাটো মন্তব্যে কান না দিয়ে নিজের মতো করে জীবন উপভোগ করাই সবচেয়ে ভালো।”
প্রসঙ্গত, গত বছরের ২৩ জুন দুই পরিবারের উপস্থিতিতে আইনিভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন সোনাক্ষী ও জাহির। তাদের এই ভিন্নধর্মী বিয়েকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার জন্ম হয়। সমালোচনার মুখে পড়লেও সেসব পেছনে ফেলে সুখে সংসার শুরু করেছেন তারা।
এখন ব্যক্তিগত গুঞ্জন থেকে বেরিয়ে ক্যারিয়ার ও সম্পর্ককে কেন্দ্র করে স্থিরতা বজায় রাখার ইঙ্গিতই দিলেন এই বলিউড অভিনেত্রী।