
সামাজিক যোগাযোগ মাধ্যমে তারকাদের নিয়ে গুজব ছড়ানোর প্রবণতা নতুন নয়। কখনও বিয়ে, কখনও বিচ্ছেদ, আবার কখনও মৃত্যুর গুজব রটানো হয় তাদের নিয়ে। এবার এমনই এক বিভ্রান্তিকর ঘটনার শিকার হলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সম্প্রতি কিছু ভুয়া ফেসবুক গ্রুপ ও পেজে ‘বাংলাদেশি অভিনেত্রী মাহিয়া মাহির ঝুলন্ত মরদেহ উদ্ধার’ শিরোনামে মিথ্যা তথ্য ছড়ানো হয়, যা নিয়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এই মিথ্যা খবর মাহিয়ার নজরে আসতেই তা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানান তিনি। সোমবার (৩০ জুন) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে মাহি লেখেন, “আমি আছি, মরি নাই রে ভাই।” সরাসরি এবং কটাক্ষ করে দেওয়া এই বক্তব্যে গুজবকারীদের বিরুদ্ধে নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি। একই সঙ্গে তিনি জানান, তিনি সুস্থ এবং নিরাপদ আছেন। এমন কোনো ঘটনার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।
মাহির এই পোস্ট ঘিরে ভক্ত ও সাধারণ নেটিজেনদের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। একজন ফেসবুক ব্যবহারকারী মেহেদী হাসান কমেন্ট করে লেখেন, “টেনশনে ছিলাম। যাক, আপনি ভালো আছেন জানতে পেরে চিন্তামুক্ত হলাম।” আরেকজন, ইয়াসমিন জান্নাত নামের একজন লেখেন, “এসব মিথ্যা খবর যারা রটায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া দরকার।”
উল্লেখ্য, তারকাদের নিয়ে এমন গুজব আগেও ছড়ানো হয়েছে। দেড় মাস আগেই চিত্রনায়িকা পরীমণিকে নিয়েও মৃত্যুর গুজব ছড়ায় কিছু অনলাইনে সক্রিয় গুজবচক্র। তখন পরীমণি ফেসবুক লাইভে এসে তীব্র ভাষায় প্রতিবাদ জানান এবং গুজবকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
প্রসঙ্গত, মাহিয়া মাহি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। গত ৫ আগস্টের পর থেকে তিনি একপ্রকার লোকচক্ষুর আড়ালে রয়েছেন। ব্যক্তিগত কারণেই তিনি গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় কম সক্রিয় ছিলেন। তবে এ ধরনের মিথ্যা গুজব তাকে যেমন বিব্রত করেছে, তেমনি সাধারণ মানুষকেও করেছে বিভ্রান্ত।
এই ধরনের গুজব কেবল একটি ব্যক্তিকে নয়, পুরো সমাজকে ভ্রান্ত বার্তা দেয়। তাই সচেতন মহল থেকে দাবি উঠছে, এমন গুজব ছড়ানো ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা হোক।