জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী সাইতামা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন।
সোমবার (৩০ জুন) সাইতামা চেম্বার কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে উভয় পক্ষই বাংলাদেশ-জাপান বাণিজ্য, বিনিয়োগ এবং মানবসম্পদ উন্নয়নের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
টোকিওর বাংলাদেশ দূতাবাস এক বিবৃতিতে জানায়, রাষ্ট্রদূত দাউদ আলী বৈঠকে দুই দেশের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “বাংলাদেশে জাপানি বিনিয়োগের অপার সম্ভাবনা রয়েছে এবং দেশটি দক্ষ জনশক্তি সরবরাহের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”
সাইতামা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট কোজি মোচিদা বৈঠকে নেতৃত্ব দেন। তিনি ও তার প্রতিনিধি দলের সদস্যরা বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও ব্যবসায়িক সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করেন। এছাড়া জাপানি কোম্পানিগুলোতে দক্ষ বাংলাদেশি কর্মীদের নিয়োগে গভীর আগ্রহ প্রকাশ করেন তারা।
উল্লেখ্য, জাপানে বাংলাদেশের দক্ষ জনশক্তির চাহিদা দিন দিন বাড়ছে। বিশেষ করে কারিগরি, তথ্যপ্রযুক্তি ও স্বাস্থ্যসেবা খাতে বাংলাদেশের কর্মীরা ইতোমধ্যেই ভালো সুনাম কুড়িয়েছে।
রাষ্ট্রদূত আরও বলেন, “উভয় দেশের বেসরকারি খাতের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে পারস্পরিক লাভজনক সম্পর্ক গড়ে তোলা সম্ভব। বাংলাদেশ সরকার বিদেশি বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় সুবিধা প্রদান করছে।”
প্রকাশক ও সম্পাদক
© কপিরাইট সমাচার বিশ্ব ২০২৫ | আমাদের ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।