আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে অর্থ বরাদ্দে কোনো কার্পণ্য করা হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (১ জুলাই) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
অর্থ উপদেষ্টা বলেন, “নির্বাচনের মতো একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কর্মসূচির জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দে সরকারের পক্ষ থেকে কোনো রকমের কৃপণতা দেখানো হবে না।”
বৈঠকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে জানিয়ে সালেহউদ্দিন আহমেদ বলেন, “চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডেলিং সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিএপি ও ইউরিয়া সার কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) আমদানিরও অনুমোদন মিলেছে। এতে করে সারের সরবরাহ বাড়ানো সম্ভব হবে।”
তিনি আরও বলেন, “রংপুরে ৩০টি স্কুলকে ‘রিনভেন্ট’ করার (পুনর্গঠন ও আধুনিকায়ন) বিষয়ে অনুমোদন দেওয়া হয়েছে। শিক্ষা খাতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও নেওয়া হবে।”
বৈঠকে বক্তব্য রাখেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনও। তিনি বলেন, “এনবিআরকে অত্যাবশ্যকীয় সেবার আওতায় আনার যে প্রজ্ঞাপন জারি হয়েছে, সেটিই চূড়ান্ত। এ নিয়ে অতিরিক্ত কোনো সিদ্ধান্ত বা প্রজ্ঞাপন নেই।”
চট্টগ্রাম বন্দরের কার্যক্রম স্থবির হয়ে পড়া নিয়ে সাখাওয়াত হোসেন বলেন, “বন্দর পুরোপুরি বন্ধ ছিল না। যেসব পণ্য বন্দরে ঢুকেছে সেগুলোর জাহাজিকরণ করা হবে। ফলে বড় ধরনের ক্ষতি হয়নি।”
প্রকাশক ও সম্পাদক
© কপিরাইট সমাচার বিশ্ব ২০২৫ | আমাদের ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।