২০২৬ এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে প্রথমবারের মতো জায়গা করে নেওয়ায় বাংলাদেশ নারী ফুটবল দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। বুধবার (২ জুলাই) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি এ শুভেচ্ছা জানান।
বিবৃতিতে প্রফেসর ইউনূস বলেন, “এই সাফল্য শুধু নারী ফুটবলের নয়, বরং গোটা জাতির জন্য গর্বের। এটি বাংলাদেশের সম্ভাবনা, প্রতিভা ও অদম্য চেতনার অনন্য এক উদাহরণ।” তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, এই অর্জন ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের মর্যাদা আরও সুদৃঢ় করবে।
বাংলাদেশ নারী ফুটবল দলের এই ঐতিহাসিক অর্জনের পেছনে রয়েছে দারুণ এক ক্রীড়া অভিযান। স্বাগতিক মিয়ানমারকে হারিয়ে বাংলাদেশ কার্যত নিশ্চিত করেছিল চূড়ান্ত পর্ব। এরপর সি গ্রুপের অন্য ম্যাচে বাহরাইন ও তুর্কমেনিস্তান ২-২ গোলে ড্র করায় বাংলাদেশ নিশ্চিতভাবে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেয়। এটি দেশের ফুটবল ইতিহাসে নারীদের প্রথম এশিয়ান কাপ চূড়ান্ত পর্বে অংশগ্রহণ।
২০২৬ সালে অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হবে এশিয়ান কাপের মূল পর্ব। স্বাগতিক অস্ট্রেলিয়া ছাড়াও গত আসরের শীর্ষ তিন দল—জাপান, চীন ও দক্ষিণ কোরিয়া—সরাসরি খেলবে। বাকি আটটি দেশ আসবে বাছাই পর্ব থেকে। চলমান বাছাই পর্বে ৩১ দেশ অংশ নিচ্ছে, আটটি গ্রুপের শীর্ষ দলগুলোই মূল পর্বে সুযোগ পাবে।
বাংলাদেশ দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। মিয়ানমার, বাহরাইন ও তুর্কমেনিস্তানের মধ্যে কেউই এখন আর পয়েন্টে বাংলাদেশের সমান হয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারবে না। আজকের ম্যাচে ইনজুরি সময়ে বাহরাইনের গোল তুর্কমেনিস্তানকে জয়বঞ্চিত করে, যার ফলে সম্ভাব্য জটিল সমীকরণ আর তৈরি হয়নি।
ঋতুপর্ণা চাকমার জোড়া গোলে বাংলাদেশ মিয়ানমারকে ২-১ ব্যবধানে হারায়—এটাই দেশের নারী ফুটবলের জন্য এক মাইলফলক হয়ে উঠেছে। শেষ ম্যাচে ৫ জুলাই তুর্কমেনিস্তানের বিপক্ষে জয়-পরাজয় যাই হোক, বাংলাদেশের মূল পর্বে খেলা এখন নিশ্চিত।
১৯৮০ সালে পুরুষ ফুটবল দলের এশিয়ান কাপ অভিষেকের পর দীর্ঘ ৪৬ বছর পেরিয়ে এবার নারী দল ইতিহাস গড়ল। এই অর্জন গোটা জাতিকে উজ্জীবিত করেছে, বিশেষ করে নারীদের ক্রীড়া অঙ্গনে এগিয়ে যাওয়ার সাহস এবং আত্মবিশ্বাস দিয়েছে।
প্রকাশক ও সম্পাদক
© কপিরাইট সমাচার বিশ্ব ২০২৫ | আমাদের ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।