দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেতা জায়েদ খান। শুধু বসবাস নয়, নিয়মিত পারফর্ম করছেন বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনে এবং ঘুরে বেড়াচ্ছেন এক শহর থেকে আরেক শহরে। এর মধ্যেই তিনি যুক্ত হচ্ছেন নতুন এক পরিচয়ে—টক শোর উপস্থাপক হিসেবে।
নিউইয়র্ক থেকে সম্প্রচারিত বাংলা গণমাধ্যম ‘ঠিকানা টিভি’-তে শুরু হয়েছে তার সঞ্চালিত টক শো ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’। প্রতি শুক্রবার দর্শকদের সামনে নতুন নতুন অতিথি নিয়ে হাজির হচ্ছেন তিনি। শুরুর পর্বেই অতিথি হয়ে এসেছিলেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা।
শোতে অংশ নিয়ে তানজিন তিশা অকপটে নিজের ব্যক্তিজীবন ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলেন। জায়েদের প্রশ্নে ‘পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চান’—এর উত্তরে তিশা বলেন, “আই উইল বি আ মাদার। এরমধ্যে আমি বিয়ে করবো। মা হবো।”
তিনি বলেন, “মানুষের প্রফেশনাল লাইফ যেমন গুরুত্বপূর্ণ, তেমনি পার্সোনাল লাইফও সমানভাবে গুরুত্ব বহন করে। তাই এটিকে এড়িয়ে যাওয়ার কিছু নেই, লুকানোরও কিছু নেই।”
টক শোতে জায়েদ খান জানতে চান, তিশাকে ঘিরে ছড়ানো সবচেয়ে মজার বা উদ্ভট গুজব কোনটি। জবাবে তিশা বলেন, “শুনেছি, আমার নাকি দুটো বিয়ে হয়ে গেছে, আর তৃতীয় বিয়ের তোড়জোড় চলছে! এমনকি একটা বেবিও আছে, যাকে দাদির কাছে লুকিয়ে রাখা হয়েছে!”
তিশা হেসে বলেন, “এসব গুজব আমার পরিবারসহ সবাই মিলে শুনে খুব হাসাহাসি করেছি। কারণ যে বেবির কথা বলা হয়, সে আসলে আমার বোনের সন্তান।”
প্রকাশক ও সম্পাদক
© কপিরাইট সমাচার বিশ্ব ২০২৫ | আমাদের ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।