আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুর বিভাগের ৩৩টি সংসদীয় আসনে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যায় রংপুর জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত এক জনসভা থেকে এই ঘোষণা দেওয়া হয়।
জনসভায় উপস্থিত ছিলেন রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, পঞ্চগড়, দিনাজপুর, ঠাকুরগাঁও, নীলফামারী ও লালমনিরহাট জেলার সব আসনের মনোনীত প্রার্থীরা। জনসভা মঞ্চ থেকেই প্রার্থীদের নাম ঘোষণা করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।
নাম ঘোষণার সঙ্গে সঙ্গে প্রার্থীরা মঞ্চ থেকে হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছা জানান এবং দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণার সূচনা করেন।
ঘোষিত তালিকা অনুযায়ী রংপুর জেলার ছয়টি আসনে জামায়াতের প্রার্থীরা হলেন:
রংপুর-১: অধ্যাপক রায়হান সিরাজী
রংপুর-২: এটিএম আজহারুল ইসলাম
রংপুর-৩: অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল
রংপুর-৪: উপাধ্যক্ষ এটিএম আজম খান
রংপুর-৫: গোলাম রাব্বানী
রংপুর-৬: মাওলানা নূরুল আমিন
দিনাজপুর জেলার ছয়টি আসনে প্রার্থী হয়েছেন:
দিনাজপুর-১: মতিউর রহমান
দিনাজপুর-২: অধ্যক্ষ আফজাল হোসেন আনাম
দিনাজপুর-৩: অ্যাডভোকেট মনিরুল আলম
দিনাজপুর-৪: আবতাব উদ্দিন মোল্লা
দিনাজপুর-৫: আনোয়ার হোসেন
দিনাজপুর-৬: আনোয়ারুল ইসলাম
নীলফামারী জেলার চারটি আসনে প্রার্থী হয়েছেন:
নীলফামারী-১: অধ্যক্ষ মাওলানা আব্দুর সাত্তার
নীলফামারী-২: (প্রার্থী ঘোষণা করা হয়নি)
নীলফামারী-৩: ওবাইদুল্লাহ সালাফি
নীলফামারী-৪: মাওলানা হাফেজ আব্দুল মুনতাকিম
লালমনিরহাট জেলার তিনটি আসনে:
লালমনিরহাট-১: আনোয়ারুল ইসলাম
লালমনিরহাট-২: অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু
লালমনিরহাট-৩: হারুনুর রশিদ
কুড়িগ্রাম জেলার চারটি আসনে প্রার্থী হয়েছেন:
কুড়িগ্রাম-১: অধ্যাপক আনোয়ারুল ইসলাম
কুড়িগ্রাম-২: অ্যাডভোকেট ইয়াসিন আলী
কুড়িগ্রাম-৩: ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী
কুড়িগ্রাম-৪: মোস্তাফিজুর রহমান মোস্তাক
গাইবান্ধা জেলার পাঁচটি আসনে:
গাইবান্ধা-১: অধ্যাপক মাজেদুর রহমান
গাইবান্ধা-২: আব্দুল করীম
গাইবান্ধা-৩: অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম
গাইবান্ধা-৪: ডা. আব্দুর রহিম সরকার
গাইবান্ধা-৫: মুক্তিযোদ্ধা আব্দুল ওরেস
ঠাকুরগাঁও জেলার তিনটি আসনে:
ঠাকুরগাঁও-১: দেলোয়ার হোসেন
ঠাকুরগাঁও-২: আব্দুল হাকিম
ঠাকুরগাঁও-৩: মিজানুর রহমান
পঞ্চগড় জেলার দুইটি আসনে প্রার্থী হয়েছেন:
পঞ্চগড়-১: ইকবাল হোসাইন
পঞ্চগড়-২: শফিউল্লাহ শফি
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য কিছু মৌলিক সংস্কার প্রয়োজন। আমরা সেই সংস্কারের কথা বলেছি এবং তা আদায় করেই ছাড়ব।”
তিনি আরও বলেন, “নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্র শুরু হয়েছে। কেউ যদি আবার ফ্যাসিবাদী সরকারের অধীনে আগের মতো নির্বাচন আয়োজনের স্বপ্ন দেখে, আমরা সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত করব। প্রশাসনিক ক্যু, মাস্তানতন্ত্র বা কালো টাকার খেলা কিছুই চলতে দেওয়া হবে না।”
ডা. শফিকুর রহমান বলেন, “জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ আবু সাঈদসহ সকল শহীদের হত্যাকারীদের বিচার এবং গণতান্ত্রিক নির্বাচনসহ চার দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যেই আমরা রংপুরে এই জনসভার আয়োজন করেছি।”
প্রকাশক ও সম্পাদক
© কপিরাইট সমাচার বিশ্ব ২০২৫ | আমাদের ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।