ওয়াশিংটন, ৮ জুলাই — গাজা সংকট ঘিরে সোমবার রাতে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মধ্যে একটি একান্ত নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে। হিব্রু সংবাদমাধ্যম চ্যানেল ১২ ও চ্যানেল ১৪ জানিয়েছে, এই বৈঠকটি ছিল সম্পূর্ণ ব্যক্তিগত এবং আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি বা সংবাদ সম্মেলন হয়নি।
তবে কাতারসহ মধ্যস্থতাকারী দেশগুলো এই বৈঠককে যুদ্ধবিরতি ও বন্দী বিনিময় আলোচনায় সম্ভাব্য অগ্রগতির সংকেত হিসেবে দেখছে। বিশেষ করে চ্যানেল ১৪ জানিয়েছে, আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল গাজায় আটক ইসরায়েলি সেনাদের মুক্তি ও ফিলিস্তিনি বন্দীদের বিনিময় চুক্তি।
এর আগে রবিবার দোহায় ইসরায়েলি একটি প্রতিনিধি দল হামাসের সাথে পরোক্ষ আলোচনা পুনরায় শুরু করেছে। ইসরায়েলি মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী, গাজায় প্রায় ৫০ জন ইসরায়েলি বন্দি রয়েছেন, যাদের মধ্যে ২০ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে। অপরদিকে, ১০,৪০০-এরও বেশি ফিলিস্তিনি বন্দি রয়েছেন ইসরায়েলের কারাগারে, যাদের মধ্যে অনেকে নির্যাতন, অনাহার ও চিকিৎসা অবহেলার শিকার হয়েছেন।
৭ অক্টোবর ২০২৩ থেকে শুরু হওয়া গাজা যুদ্ধের ভয়াবহতায় এখন পর্যন্ত ১,৯৪,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত বা আহত হয়েছেন। ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা, জোরপূর্বক বাস্তুচ্যুতি এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ উঠলেও, তেল আবিব যুক্তরাষ্ট্রের সরাসরি সহায়তায় অভিযান চালিয়ে যাচ্ছে।
সোমবার রাতের এই ট্রাম্প-নেতানিয়াহু বৈঠক কূটনৈতিক অঙ্গনে নতুন আলোচনার দ্বার খুলতে পারে বলে অনেকেই আশাবাদী। সূত্রমতে, পরবর্তী পর্যায়ে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা দোহায় আলোচনায় যোগ দিতে পারেন।
প্রকাশক ও সম্পাদক
© কপিরাইট সমাচার বিশ্ব ২০২৫ | আমাদের ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।