১০:১১ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

শেখ হাসিনার বিচার ও নতুন সংবিধানের দাবি এনসিপির

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, শেখ হাসিনা যেমন করে দেশ চালিয়েছেন, ঠিক তেমনভাবে যদি আবার কেউ দেশ চালাতে আসে, তাহলে ২০২৪ সালের আন্দোলনে যারা জীবন দিয়েছেন, তাদের আত্মত্যাগ বৃথা যাবে। শহীদ ভাইদের শপথ রক্ষা করতে হলে দেশে যারা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ করেছে, তাদের বিচার করতেই হবে।

বুধবার (৯ জুলাই) দুপুরে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর শহরের আলতাইবা মোড়ে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির পথসভায় তিনি এসব কথা বলেন। তিনি অভিযোগ করে বলেন, বিবিসি বাংলার প্রতিবেদনে দেখা গেছে, শেখ হাসিনা সরাসরি হত্যার নির্দেশ দিয়েছেন। অথচ সেই শেখ হাসিনাকে ভারত সরকার আশ্রয় দিয়েছে।

আখতার হোসেন বলেন, আমরা ভারত সরকারকে স্মরণ করিয়ে দিতে চাই—ইতিহাসের কাছে আপনাদের জবাবদিহি আছে। গণহত্যাকারী ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে আশ্রয় দিয়ে মোদি সরকার সেই দায় এড়াতে পারবে না। তাই আমরা দাবি জানাই, শেখ হাসিনাকে অবিলম্বে বাংলাদেশের বিচার ব্যবস্থার কাছে হস্তান্তর করা হোক।

তিনি আরও বলেন, বর্তমান সংবিধান জনগণের মৌলিক অধিকার, বিশেষ করে খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা ও বাসস্থানের নিশ্চয়তা দেয় না। ৫০ বছর পেরিয়ে গেলেও এই সংবিধান মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর হয়নি। তাই আমরা এমন একটি সংবিধান চাই, যেখানে জনগণের মৌলিক চাহিদার কথা সুনির্দিষ্টভাবে থাকবে।

এনসিপির রাজনৈতিক দর্শন তুলে ধরে আখতার হোসেন বলেন, আমরা একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের লক্ষ্যে নতুন রাজনীতি শুরু করতে চাই। এই যাত্রায় হাজারো মানুষ আমাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করছে, ভালোবাসা জানাচ্ছে—আমরা সেই ভালোবাসার দায়িত্ব নিয়ে এগিয়ে যেতে চাই।

তিনি বলেন, আমাদের অনেক ভাই শহীদ হয়েছেন। তাদের রক্তের ঋণ শোধ করতে হলে কেবল সরকার পরিবর্তন নয়, গোটা রাষ্ট্র কাঠামোর আমূল পরিবর্তন আনতে হবে।

পথসভাটি পরিচালনা করেন এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক সার্জিস আলম। বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মোল্লা মো. ফারুক এহসান, দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, চুয়াডাঙ্গা জেলা ও আলমডাঙ্গা উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।

ট্যাগ

শিক্ষা ভবনের সামনে সাত কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

শেখ হাসিনার বিচার ও নতুন সংবিধানের দাবি এনসিপির

প্রকাশিত হয়েছে: ০৭:০৩:২২ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, শেখ হাসিনা যেমন করে দেশ চালিয়েছেন, ঠিক তেমনভাবে যদি আবার কেউ দেশ চালাতে আসে, তাহলে ২০২৪ সালের আন্দোলনে যারা জীবন দিয়েছেন, তাদের আত্মত্যাগ বৃথা যাবে। শহীদ ভাইদের শপথ রক্ষা করতে হলে দেশে যারা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ করেছে, তাদের বিচার করতেই হবে।

বুধবার (৯ জুলাই) দুপুরে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর শহরের আলতাইবা মোড়ে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির পথসভায় তিনি এসব কথা বলেন। তিনি অভিযোগ করে বলেন, বিবিসি বাংলার প্রতিবেদনে দেখা গেছে, শেখ হাসিনা সরাসরি হত্যার নির্দেশ দিয়েছেন। অথচ সেই শেখ হাসিনাকে ভারত সরকার আশ্রয় দিয়েছে।

আখতার হোসেন বলেন, আমরা ভারত সরকারকে স্মরণ করিয়ে দিতে চাই—ইতিহাসের কাছে আপনাদের জবাবদিহি আছে। গণহত্যাকারী ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে আশ্রয় দিয়ে মোদি সরকার সেই দায় এড়াতে পারবে না। তাই আমরা দাবি জানাই, শেখ হাসিনাকে অবিলম্বে বাংলাদেশের বিচার ব্যবস্থার কাছে হস্তান্তর করা হোক।

তিনি আরও বলেন, বর্তমান সংবিধান জনগণের মৌলিক অধিকার, বিশেষ করে খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা ও বাসস্থানের নিশ্চয়তা দেয় না। ৫০ বছর পেরিয়ে গেলেও এই সংবিধান মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর হয়নি। তাই আমরা এমন একটি সংবিধান চাই, যেখানে জনগণের মৌলিক চাহিদার কথা সুনির্দিষ্টভাবে থাকবে।

এনসিপির রাজনৈতিক দর্শন তুলে ধরে আখতার হোসেন বলেন, আমরা একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের লক্ষ্যে নতুন রাজনীতি শুরু করতে চাই। এই যাত্রায় হাজারো মানুষ আমাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করছে, ভালোবাসা জানাচ্ছে—আমরা সেই ভালোবাসার দায়িত্ব নিয়ে এগিয়ে যেতে চাই।

তিনি বলেন, আমাদের অনেক ভাই শহীদ হয়েছেন। তাদের রক্তের ঋণ শোধ করতে হলে কেবল সরকার পরিবর্তন নয়, গোটা রাষ্ট্র কাঠামোর আমূল পরিবর্তন আনতে হবে।

পথসভাটি পরিচালনা করেন এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক সার্জিস আলম। বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মোল্লা মো. ফারুক এহসান, দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, চুয়াডাঙ্গা জেলা ও আলমডাঙ্গা উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।