১২:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুর বোর্ডে ১৩টি স্কুলে কেউ পাস করেনি

রংপুর বিভাগের দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ১৩টি বিদ্যালয় থেকে কেউই পাস করতে পারেনি। এসব বিদ্যালয়ের মোট পরীক্ষার্থী ছিলেন ৯৮ জন। বৃহস্পতিবার (১০ জুলাই) দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলীর পাঠানো পরিসংখ্যানে এ তথ্য জানা যায়।

জানা গেছে, শূন্য পাসের তালিকায় রয়েছে রংপুর জেলার পীরগাছার রতনপুর উচ্চ বিদ্যালয়, পীরগঞ্জ উপজেলার ছোট উজিরপুর উচ্চ বিদ্যালয়, গাইবান্ধার সাঘাটা উপজেলার গরিদাহা উচ্চ বিদ্যালয়, গোবিন্দগঞ্জের বিশ্বনাথপুর আদর্শ উচ্চ বিদ্যালয়, নীলফামারীর ডিমলার শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা উচ্চ বিদ্যালয়, কুড়িগ্রাম সদরের পূর্ব কুমারপুর উচ্চ বিদ্যালয় এবং নাগেশ্বরীর পায়রাডাঙ্গা উচ্চ বিদ্যালয়।

এছাড়া দিনাজপুরের পার্বতীপুর উপজেলার নাজার মামুদ উচ্চ বিদ্যালয়, লালমনিরহাট সদরের পশ্চিম বড়ুয়া রোটারী উচ্চ বিদ্যালয়, বীরগঞ্জ উপজেলার সাত কামার উচ্চ বিদ্যালয়, ঠাকুরগাঁও সদর উপজেলার সানুয়া ও জগন্নাথপুর উচ্চ বিদ্যালয় এবং পঞ্চগড়ের বোদা উপজেলার ডাবর ভাঙ্গা উচ্চ বিদ্যালয়ও এ তালিকায় রয়েছে।

দিনাজপুর বোর্ডের এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১ লাখ ৮২ হাজার ৪১০ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছেন ১ লাখ ২২ হাজার ১৪৬ জন এবং ফেল করেছেন ৬০ হাজার ৮৮ জন। পাসের হার ৬৭.০৩ শতাংশ, যা আগের বছরের তুলনায় অনেক কম। ২০২৪ সালে এই বোর্ডের পাসের হার ছিল ৭৮.৪৩ শতাংশ।

শতভাগ পাস করা স্কুলের সংখ্যা মাত্র ৪৮টি। অন্যদিকে, জিপিএ-৫ প্রাপ্তির হারেও কমতি দেখা গেছে। গত বছর যেখানে ১৮ হাজার ১০৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল, এবার সেখানে সংখ্যাটি দাঁড়িয়েছে ১৫ হাজার ৬২ জনে।

বিশ্লেষকরা মনে করছেন, দিনাজপুর বোর্ডে শূন্য পাসের সংখ্যা ও সামগ্রিক ফলাফল পতনের এই চিত্র শিক্ষাব্যবস্থায় গভীরতর নজরদারির প্রয়োজনীয়তা তুলে ধরছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

দিনাজপুর বোর্ডে ১৩টি স্কুলে কেউ পাস করেনি

প্রকাশিত হয়েছে: ১০:০৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

রংপুর বিভাগের দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ১৩টি বিদ্যালয় থেকে কেউই পাস করতে পারেনি। এসব বিদ্যালয়ের মোট পরীক্ষার্থী ছিলেন ৯৮ জন। বৃহস্পতিবার (১০ জুলাই) দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলীর পাঠানো পরিসংখ্যানে এ তথ্য জানা যায়।

জানা গেছে, শূন্য পাসের তালিকায় রয়েছে রংপুর জেলার পীরগাছার রতনপুর উচ্চ বিদ্যালয়, পীরগঞ্জ উপজেলার ছোট উজিরপুর উচ্চ বিদ্যালয়, গাইবান্ধার সাঘাটা উপজেলার গরিদাহা উচ্চ বিদ্যালয়, গোবিন্দগঞ্জের বিশ্বনাথপুর আদর্শ উচ্চ বিদ্যালয়, নীলফামারীর ডিমলার শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা উচ্চ বিদ্যালয়, কুড়িগ্রাম সদরের পূর্ব কুমারপুর উচ্চ বিদ্যালয় এবং নাগেশ্বরীর পায়রাডাঙ্গা উচ্চ বিদ্যালয়।

এছাড়া দিনাজপুরের পার্বতীপুর উপজেলার নাজার মামুদ উচ্চ বিদ্যালয়, লালমনিরহাট সদরের পশ্চিম বড়ুয়া রোটারী উচ্চ বিদ্যালয়, বীরগঞ্জ উপজেলার সাত কামার উচ্চ বিদ্যালয়, ঠাকুরগাঁও সদর উপজেলার সানুয়া ও জগন্নাথপুর উচ্চ বিদ্যালয় এবং পঞ্চগড়ের বোদা উপজেলার ডাবর ভাঙ্গা উচ্চ বিদ্যালয়ও এ তালিকায় রয়েছে।

দিনাজপুর বোর্ডের এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১ লাখ ৮২ হাজার ৪১০ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছেন ১ লাখ ২২ হাজার ১৪৬ জন এবং ফেল করেছেন ৬০ হাজার ৮৮ জন। পাসের হার ৬৭.০৩ শতাংশ, যা আগের বছরের তুলনায় অনেক কম। ২০২৪ সালে এই বোর্ডের পাসের হার ছিল ৭৮.৪৩ শতাংশ।

শতভাগ পাস করা স্কুলের সংখ্যা মাত্র ৪৮টি। অন্যদিকে, জিপিএ-৫ প্রাপ্তির হারেও কমতি দেখা গেছে। গত বছর যেখানে ১৮ হাজার ১০৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল, এবার সেখানে সংখ্যাটি দাঁড়িয়েছে ১৫ হাজার ৬২ জনে।

বিশ্লেষকরা মনে করছেন, দিনাজপুর বোর্ডে শূন্য পাসের সংখ্যা ও সামগ্রিক ফলাফল পতনের এই চিত্র শিক্ষাব্যবস্থায় গভীরতর নজরদারির প্রয়োজনীয়তা তুলে ধরছে।