আবু হুরাইরা (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “যে দয়া করে না, তার প্রতি দয়া করা হবে না।” (সহিহ বুখারি: ৭৩৭৬, সহিহ মুসলিম: ২৩১৮)
এই হাদিসের মাধ্যমে ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নীতির শিক্ষা দেওয়া হয়েছে—তা হলো, মানুষের প্রতি দয়া প্রদর্শন করা। যারা অন্যের প্রতি নির্দয়, কঠোর এবং অবজ্ঞাপূর্ণ আচরণ করে, তাদের প্রতি আল্লাহও কিয়ামতের দিনে দয়া করবেন না। তাই একজন মুসলমানের চরিত্রে দয়া ও সহানুভূতির গুণ থাকা আবশ্যক। পরিবার, প্রতিবেশী, গরিব-দুঃখী, এমনকি পশু-পাখির প্রতিও দয়া প্রদর্শন ইসলামের শিক্ষা। হাদিসটি আমাদের মনে করিয়ে দেয়, “যেমন করো, তেমন পাবে”—তাই দয়া করো, দয়া পাওয়ার আশায়।
প্রকাশক ও সম্পাদক
© কপিরাইট সমাচার বিশ্ব ২০২৫ | আমাদের ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।