📿 ইন্নাল্লাহা মা’আ সবিরীন
“নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন।” — (সূরা আল-বাকারা ২:১৫৩)
জীবনে এমন সময় আসে, যখন সবকিছু থমকে যায়। চারপাশ ঘিরে ধরে হতাশা, কষ্ট, অজানা ভয়। তখনই মনে রাখা দরকার — ধৈর্যই মুমিনের সবচেয়ে বড় শক্তি। ধৈর্য মানে চুপচাপ সহ্য নয়, বরং আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রেখে কঠিন সময়েও টিকে থাকা।
যদি তুমি ধৈর্য ধরো, আল্লাহ তোমার সঙ্গেই থাকবেন। তিনি তোমার চোখের অশ্রু দেখেন, তোমার অন্তরের যন্ত্রণা জানেন, এবং তাঁর রহমত কখনো বিলম্ব হলেও ভুলে যায় না। হয়তো আজ কিছু হারাও, কিন্তু যদি তুমি “সাবিরীন” অর্থাৎ ধৈর্যশীলদের কাতারে থাকো, তাহলে বিজয় অবশ্যম্ভাবী।
ইসলামী দৃষ্টিকোণে ধৈর্য তিন ভাগে বিভক্ত:
রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
"যে ব্যক্তি ধৈর্য ধারণ করে, আল্লাহ তাকে ধৈর্যশীল বানিয়ে দেন। ধৈর্যের চেয়ে উত্তম এবং প্রশস্ত কিছু কাউকে দান করা হয়নি।"
— সহীহ বুখারী, হাদীস: ১৪৬৯
প্রকাশক ও সম্পাদক
© কপিরাইট সমাচার বিশ্ব ২০২৫ | আমাদের ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।