বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে টাইগাররা। রবিবার অনুষ্ঠিত ম্যাচে ৮৩ রানের বিশাল ব্যবধানে লঙ্কানদের হারিয়ে সিরিজে ১-১ সমতায় ফিরেছে লিটন দাসের দল।
প্রথমে ব্যাট করতে নেমে দারুণ শুরু এনে দেন শামীম হোসেন পাটোয়ারী। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে প্রতিপক্ষের উপর চাপ তৈরি করেন তিনি। ৪৮ রানের ইনিংস খেলে তিনি দলকে এগিয়ে নিয়ে যান। অন্যপ্রান্তে লিটন দাস খেলেন অধিনায়কসুলভ ইনিংস। ৭৬ রানের চোখ ধাঁধানো ইনিংসে ভর করে বাংলাদেশ সংগ্রহ করে ১৭৮ রান।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা। ম্যাচের প্রথম দিকেই শরিফুল ইসলামের জোড়া আঘাতে চাপে পড়ে যায় লঙ্কান ব্যাটিং লাইনআপ। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা। রিশাদ হোসেন শেষ দিকে দারুণ বোলিং করে তুলে নেন শেষ উইকেট। তার আগে মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ ও মুস্তাফিজুর রহমান করেছেন নিয়ন্ত্রিত বোলিং, যার ফলে ৯৪ রানেই থেমে যায় শ্রীলঙ্কার ইনিংস।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণীতে অধিনায়ক লিটন দাস বলেন, “চেষ্টা করছিলাম ভালো ক্রিকেট খেলার জন্য। শামীমকে কৃতিত্ব দিতে হবে, সে শুরুটা দেখিয়েছিল। উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো ছিল। রিশাদ দারুণ করেছে। কুশলের রান আউটটা গুরুত্বপূর্ণ ছিল কারণ সে ভালো ফর্মে ছিল। শরিফুলও দারুণ বল করেছে।”
এই জয়ের মাধ্যমে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ। এখন তৃতীয় ও শেষ ম্যাচ হয়ে উঠেছে অঘোষিত ফাইনাল। সমর্থকরা আশা করছেন শেষ ম্যাচেও এমনই দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেবে টাইগাররা।
প্রকাশক ও সম্পাদক
© কপিরাইট সমাচার বিশ্ব ২০২৫ | আমাদের ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।