চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সীমান্তবর্তী এলাকায় চোরাকারবারিদের ধাওয়া দিতে গিয়ে ফাঁকা গুলি ছুঁড়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। মঙ্গলবার (১৫ জুলাই) রাত ১০টার দিকে বাখের আলী সীমান্তের পদ্মা নদীর আলিমের ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা ১০টি মহিষ জব্দ করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই রাতে বিজিবি সদস্যরা পদ্মা নদীর পাড়ে আলিমের ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় সেখানে সংঘবদ্ধ চোরাকারবারিদের উপস্থিতি টের পেয়ে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি ২ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে।
পরে ঘটনাস্থল থেকে ভারতীয় উৎসের ১০টি মহিষ জব্দ করা হয়। বিজিবি জানায়, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চোরাকারবারিদের দীর্ঘক্ষণ ধাওয়া করা সম্ভব হয়নি এবং কাউকে আটক করা যায়নি।
বিজিবি অধিনায়ক আরও জানান, জব্দকৃত মহিষগুলো ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে আনা হয়েছিল। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং চোরাকারবারিদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।
প্রকাশক ও সম্পাদক
© কপিরাইট সমাচার বিশ্ব ২০২৫ | আমাদের ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।