০১:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ইয়েমেনে ভারতীয় নার্স নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড স্থগিত

ইয়েমেনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় নার্স নিমিশা প্রিয়ার ফাঁসি শেষ মুহূর্তে স্থগিত করেছে দেশটির হুতি কর্তৃপক্ষ। আজ বুধবার তার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা থাকলেও, ভারতের অনুরোধে ইয়েমেন কর্তৃপক্ষ সিদ্ধান্তটি আপাতত স্থগিত রাখে। বিষয়টি নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ভারত সরকার একাধিকবার হুতি প্রশাসনের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ করে নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড ঠেকাতে তৎপরতা চালিয়ে আসছিল। শেষ পর্যন্ত সেই প্রচেষ্টায় আংশিক সফলতা এসেছে। তবে এখনও তাকে মুক্তি দেওয়ার কিংবা ভারতে ফেরত পাঠানোর বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

বর্তমানে নিমিশা হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনের রাজধানী সানার একটি কারাগারে কারাভোগ করছেন। ২০২০ সালে ব্যবসায়িক অংশীদার ও ইয়েমেনি নাগরিক তালাল আব্দো মাহাদিকে হত্যার দায়ে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়। ওই হত্যাকাণ্ড ঘিরে বিস্তর বিতর্ক ও মানবিক বিবেচনার দাবি উঠে।

নিমিশা প্রিয়া ভারতের কেরালা রাজ্যের বাসিন্দা। তিনি পেশায় একজন নার্স হলেও ইয়েমেনে বসবাসকালে ব্যবসায়িক কার্যক্রমে জড়িয়ে পড়েন। সেই ব্যবসায়িক সম্পর্ক থেকেই পরবর্তীতে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানায় স্থানীয় প্রশাসন।

ফাঁসি স্থগিত হওয়ার খবরে নিমিশার পরিবার কিছুটা স্বস্তি পেলেও, তারা তার মুক্তি এবং দেশে প্রত্যাবর্তনের দাবিতে ভারতের সরকারকে আরও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছে।

ট্যাগ

ইয়েমেনে ভারতীয় নার্স নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড স্থগিত

প্রকাশিত হয়েছে: ১০:৩৪:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫

ইয়েমেনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় নার্স নিমিশা প্রিয়ার ফাঁসি শেষ মুহূর্তে স্থগিত করেছে দেশটির হুতি কর্তৃপক্ষ। আজ বুধবার তার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা থাকলেও, ভারতের অনুরোধে ইয়েমেন কর্তৃপক্ষ সিদ্ধান্তটি আপাতত স্থগিত রাখে। বিষয়টি নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ভারত সরকার একাধিকবার হুতি প্রশাসনের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ করে নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড ঠেকাতে তৎপরতা চালিয়ে আসছিল। শেষ পর্যন্ত সেই প্রচেষ্টায় আংশিক সফলতা এসেছে। তবে এখনও তাকে মুক্তি দেওয়ার কিংবা ভারতে ফেরত পাঠানোর বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

বর্তমানে নিমিশা হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনের রাজধানী সানার একটি কারাগারে কারাভোগ করছেন। ২০২০ সালে ব্যবসায়িক অংশীদার ও ইয়েমেনি নাগরিক তালাল আব্দো মাহাদিকে হত্যার দায়ে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়। ওই হত্যাকাণ্ড ঘিরে বিস্তর বিতর্ক ও মানবিক বিবেচনার দাবি উঠে।

নিমিশা প্রিয়া ভারতের কেরালা রাজ্যের বাসিন্দা। তিনি পেশায় একজন নার্স হলেও ইয়েমেনে বসবাসকালে ব্যবসায়িক কার্যক্রমে জড়িয়ে পড়েন। সেই ব্যবসায়িক সম্পর্ক থেকেই পরবর্তীতে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানায় স্থানীয় প্রশাসন।

ফাঁসি স্থগিত হওয়ার খবরে নিমিশার পরিবার কিছুটা স্বস্তি পেলেও, তারা তার মুক্তি এবং দেশে প্রত্যাবর্তনের দাবিতে ভারতের সরকারকে আরও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছে।