২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় আয়োজন। এবার প্রথমবারের মতো তিনটি দেশ—যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে এই মহাযজ্ঞ। অংশ নেবে ৪৮টি দেশ, অনুষ্ঠিত হবে ১০৪টি ম্যাচ। মাঠে বসে খেলা দেখার জন্য টিকিট বিক্রির আগাম প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে ফিফা।
শুক্রবার (১৮ জুলাই) ফিফা এক বিবৃতিতে জানায়, আগ্রহী সমর্থকরা আগামী ১০ সেপ্টেম্বর ২০২৫ থেকে টিকিটের জন্য প্রাথমিক আবেদন করতে পারবেন। এই আবেদন চলবে ২০২৬ সালের ১৯ জুলাই বিশ্বকাপ ফাইনালের দিন পর্যন্ত। তবে ব্যাপক চাহিদার কারণে টিকিট বিক্রি হবে ধাপে ধাপে। ফিফা সতর্ক করে দিয়ে বলেছে, শুধুমাত্র তাদের অফিশিয়াল ওয়েবসাইট fifa.com/tickets থেকেই আবেদন করতে হবে। তৃতীয় পক্ষের কোনো ওয়েবসাইট থেকে টিকিট কিনলে তা অবৈধ হিসেবে গণ্য হতে পারে।
ফিফার আশা, এবারের বিশ্বকাপে প্রায় ৬.৫ মিলিয়ন দর্শকের সরাসরি মাঠে উপস্থিতি থাকবে। বিশ্বব্যাপী ফুটবলপ্রেমীদের প্রস্তুতির জন্য আগেভাগেই বিস্তারিত নিয়মনীতি প্রকাশ করেছে ফিফা। সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, “যুক্তরাষ্ট্রে ফিফা ক্লাব বিশ্বকাপের অসাধারণ সাফল্যের পর ২০২৬ বিশ্বকাপ নিয়ে রোমাঞ্চ এক নতুন উচ্চতায় পৌঁছেছে। তাই আমরা প্রত্যেক সমর্থককে প্রস্তুত হওয়ার আহ্বান জানাচ্ছি, কারণ কাঙ্ক্ষিত টিকিট পাওয়াটা খুবই প্রতিযোগিতাপূর্ণ হবে।”
উদ্বোধনী ম্যাচ: $353–$706 (প্রায় ৪২,৮০০–৮৫,৬০০ টাকা)
গ্রুপ ও শেষ ৩২ পর্ব: $82–$259 (প্রায় ৯,৯০০–৩১,৪০০ টাকা)
শেষ ১৬ পর্ব: $118–$318 (প্রায় ১৪,৩০০–৩৮,৫০০ টাকা)
কোয়ার্টার ফাইনাল: $235–$494 (প্রায় ২৮,৫০০–৫৯,৯০০ টাকা)
সেমিফাইনাল: $412–$1,118 (প্রায় ৪৯,৯০০–১,৩৫,৬০০ টাকা)
ফাইনাল ম্যাচ: $706–$1,882 (প্রায় ৮৫,৬০০–২,২৮,৩০০ টাকা)
যুক্তরাষ্ট্র ভেন্যু সিরিজ (৪–৯ ম্যাচ): সর্বনিম্ন $8,275 (প্রায় ১০ লাখ ৩ হাজার ৮০০ টাকা)
চার ম্যাচ সিরিজ (একাধিক ভেন্যু): সর্বনিম্ন $5,300 (প্রায় ৬ লাখ ৪২ হাজার ৯০০ টাকা)
ফলো মাই টিম সিরিজ (নির্দিষ্ট দলের ম্যাচ): সর্বনিম্ন $6,750 (প্রায় ৮ লাখ ১৮ হাজার ৯০০ টাকা)
বিশ্বকাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে তিন দেশের ১৬টি শহরের ১৬টি ভেন্যুতে। তবে শুধু টিকিট কিনলেই মাঠে খেলা দেখা সম্ভব হবে না। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর বাইরে থেকে আসা সমর্থকদের ভিসাসহ যাবতীয় প্রবেশ সংক্রান্ত কার্যক্রম আগেভাগেই সম্পন্ন করতে হবে। সেইসঙ্গে সঙ্গে রাখতে হবে প্রয়োজনীয় কাগজপত্র।
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই খেলাধুলার আয়োজন ঘিরে এরই মধ্যে ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে। ফিফার পক্ষ থেকে সময়মতো আবেদন ও রেজিস্ট্রেশনের অনুরোধ জানানো হয়েছে, যাতে কেউ প্রতারিত না হন এবং কাঙ্ক্ষিত টিকিট পান।
প্রকাশক ও সম্পাদক
© কপিরাইট সমাচার বিশ্ব ২০২৫ | আমাদের ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।