১২:৫১ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই: প্রেস সচিব

নির্বাচন নিয়ে দেশে কোনো ধরনের অনিশ্চয়তা নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, প্রধান উপদেষ্টা যে সময়ের কথা বলেছেন, সেই সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচন হবে অতীতের যেকোনো সময়ের চেয়ে ভালো এবং অংশগ্রহণমূলক।

শনিবার (১৯ জুলাই) দুপুরে কুমিল্লায় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) ময়নামতি অডিটোরিয়ামে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব বলেন, এবারের নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে এবং কোনো প্রার্থী বলতে পারবে না যে তার প্রতি অন্যায় করা হয়েছে। নির্বাচন সংক্রান্ত পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতি নিয়ে কমিশন এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে ইতিবাচক আলোচনা চলছে। তিনি জানান, আটটি বিষয়ে ইতোমধ্যে ঐকমত্য হয়েছে এবং আরও সাতটি বিষয়ে আলোচনা চলছে।

তিনি আরও বলেন, “আমরা আশা করছি, জুলাই মাসেই এই বিষয়ে ‘জুলাই সনদ’ প্রকাশ করা যাবে, যাতে সব দল স্বাক্ষর করবে। বর্ষা শেষে দেখবেন, দেশের আনাচে-কানাচে নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। দীর্ঘদিন পর দেশের তরুণ প্রজন্ম এবার ভোট নিয়ে আগ্রহী হবে।”

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, সরকার যেখানে অপরাধ ঘটছে, সেখানে ব্যবস্থা নিচ্ছে এবং কাউকে ছাড় দেওয়া হচ্ছে না। ধর্ষণসহ কিছু অপরাধে আইন সংশোধন করে দ্রুত বিচার কার্যক্রম চালানো হচ্ছে বলেও তিনি জানান।

গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনায় প্রসঙ্গে তিনি বলেন, যেসব ব্যক্তি আইন নিজের হাতে তুলে নিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। মানবাধিকার লঙ্ঘনের কোনো ঘটনা ঘটেনি বলেও দাবি করেন তিনি। তিনি সাংবাদিকদের এসব বিষয় সরেজমিনে পর্যবেক্ষণের আহ্বান জানান।

এদিন ‘দ্য নেক্সট ওয়েভ’ প্রতিপাদ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত দ্বিতীয় সম্মেলনে তিনি অংশ নেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হায়দার আলী, এসট্রো ফটোগ্রাফার জুবায়ের কাওলিন, চরকির সিইও রেদওয়ান রনি, লেখক ডেলএইচ খান, গায়ক আসিফ আকবর, সাংবাদিক ফারাবি হাফিজ, হোটেল ব্যবসায়ী লুৎফর রহমান রিপনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।


ট্যাগ

শিক্ষা ভবনের সামনে সাত কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই: প্রেস সচিব

প্রকাশিত হয়েছে: ০৮:৪৬:৩২ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫

নির্বাচন নিয়ে দেশে কোনো ধরনের অনিশ্চয়তা নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, প্রধান উপদেষ্টা যে সময়ের কথা বলেছেন, সেই সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচন হবে অতীতের যেকোনো সময়ের চেয়ে ভালো এবং অংশগ্রহণমূলক।

শনিবার (১৯ জুলাই) দুপুরে কুমিল্লায় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) ময়নামতি অডিটোরিয়ামে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব বলেন, এবারের নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে এবং কোনো প্রার্থী বলতে পারবে না যে তার প্রতি অন্যায় করা হয়েছে। নির্বাচন সংক্রান্ত পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতি নিয়ে কমিশন এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে ইতিবাচক আলোচনা চলছে। তিনি জানান, আটটি বিষয়ে ইতোমধ্যে ঐকমত্য হয়েছে এবং আরও সাতটি বিষয়ে আলোচনা চলছে।

তিনি আরও বলেন, “আমরা আশা করছি, জুলাই মাসেই এই বিষয়ে ‘জুলাই সনদ’ প্রকাশ করা যাবে, যাতে সব দল স্বাক্ষর করবে। বর্ষা শেষে দেখবেন, দেশের আনাচে-কানাচে নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। দীর্ঘদিন পর দেশের তরুণ প্রজন্ম এবার ভোট নিয়ে আগ্রহী হবে।”

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, সরকার যেখানে অপরাধ ঘটছে, সেখানে ব্যবস্থা নিচ্ছে এবং কাউকে ছাড় দেওয়া হচ্ছে না। ধর্ষণসহ কিছু অপরাধে আইন সংশোধন করে দ্রুত বিচার কার্যক্রম চালানো হচ্ছে বলেও তিনি জানান।

গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনায় প্রসঙ্গে তিনি বলেন, যেসব ব্যক্তি আইন নিজের হাতে তুলে নিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। মানবাধিকার লঙ্ঘনের কোনো ঘটনা ঘটেনি বলেও দাবি করেন তিনি। তিনি সাংবাদিকদের এসব বিষয় সরেজমিনে পর্যবেক্ষণের আহ্বান জানান।

এদিন ‘দ্য নেক্সট ওয়েভ’ প্রতিপাদ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত দ্বিতীয় সম্মেলনে তিনি অংশ নেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হায়দার আলী, এসট্রো ফটোগ্রাফার জুবায়ের কাওলিন, চরকির সিইও রেদওয়ান রনি, লেখক ডেলএইচ খান, গায়ক আসিফ আকবর, সাংবাদিক ফারাবি হাফিজ, হোটেল ব্যবসায়ী লুৎফর রহমান রিপনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।