
পাকিস্তানের বিপক্ষে এমন সহজ জয় অনেকেই কল্পনা করেননি। কিন্তু আজ রোববার মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের চেনা কন্ডিশনে ফিরেই দারুণ আত্মবিশ্বাসে ভর করে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ দল।
মাত্র দেড় মাস আগে পাকিস্তান সফরে গিয়ে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল টাইগাররা। তবে এবার ঘরের মাঠে সেই হারের প্রতিশোধই যেন নিয়ে নিল তারা। দীর্ঘ ৯ বছর পর পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে জয় পেল বাংলাদেশ।
টস হেরে ব্যাট করতে নেমে পাকিস্তান দল ১৯.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১১০ রান তুলতে সক্ষম হয়। দলের হয়ে একমাত্র ফখর জামান লড়াই চালিয়ে যান, তিনি করেন সর্বোচ্চ ৪৪ রান।
বাংলাদেশের জবাবটা ছিল আরও চমকপ্রদ। ১৫.৩ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় টাইগাররা। বল হাতে মুস্তাফিজ, তাসকিন ও সাকিব আল হাসান দারুণ বোলিং করেন।
ম্যাচশেষে পুরস্কার বিতরণী মঞ্চে অধিনায়ক লিটন দাস বলেন, ‘মিরপুরের উইকেট সম্পর্কে আমরা জানি, কারণ এখানে আমরা অনেক ম্যাচ খেলেছি। শিশিরের প্রভাব থাকায় দ্বিতীয় ইনিংসে বল ভালো আসছিল। দ্রুত উইকেট তুলে নিতে পারায় ম্যাচ সহজ হয়ে যায়।’
তিনি আরও বলেন, ‘মুস্তাফিজ মিরপুরে সবসময় কার্যকর। পাশাপাশি তাসকিন ও সাকিবও আজ দারুণ বল করেছে। কিছু ক্যাচ মিস হওয়া স্বাভাবিক, তবে আমরা দল হিসেবে ভালো করেছি।’
এই জয়ে টাইগারদের আত্মবিশ্বাসে নতুন জোয়ার এসেছে—এমনটাই মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা। ঘরের মাঠে এই সাফল্য ভবিষ্যতের পথচলায় বড় অনুপ্রেরণা হয়ে থাকবে।