ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি হামলা বন্ধের আহ্বান জানিয়ে একযোগে কঠোর বিবৃতি দিয়েছে বিশ্বের ২৫টি দেশ। যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া এবং ইউরোপীয় ইউনিয়নের নেতৃত্বে প্রকাশিত যৌথ বিবৃতিতে বলা হয়েছে, গাজাবাসীর দুর্ভোগ এখন “নতুন মাত্রায়” পৌঁছেছে, এবং এই যুদ্ধ বন্ধ হওয়া জরুরি।
আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, গাজায় যুদ্ধ চলছে প্রায় ২১ মাস ধরে। এতে ২০ লাখেরও বেশি ফিলিস্তিনি ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে পড়েছেন। যৌথ বিবৃতিতে বলা হয়, যুদ্ধবিরতি জরুরি, বন্দি মুক্তি নিশ্চিত করতে হবে এবং মানবিক সহায়তা অবাধে প্রবাহের ব্যবস্থা করতে হবে।
বিবৃতিতে শিশু ও বেসামরিক মানুষের মৃত্যুকে ‘অমানবিক’ আখ্যা দিয়ে বলা হয়, যুদ্ধের সময় খাবার সংগ্রহ করতে গিয়ে প্রাণ হারানোর ঘটনাও বেড়েছে। জাতিসংঘ ও গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, মে মাসের পর থেকে খাবারের লাইনে দাঁড়িয়ে অন্তত ৮৭৫ জন নিহত হয়েছেন।
দেশগুলোর যৌথ বিবৃতিতে ইসরায়েলকে আন্তর্জাতিক মানবাধিকার আইনের আওতায় দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়। বলা হয়, “ইসরায়েল যেভাবে সহায়তা দিচ্ছে, তা বিপজ্জনক ও অমানবিক। এটি গাজাবাসীর মানব মর্যাদা ধ্বংস করছে।”
আল জাজিরার লন্ডন প্রতিনিধি সোনিয়া গালেগো বলেন, “এই বিবৃতি শুধু ইউরোপের নয়, বরং অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা এবং জাপানের মতো দেশগুলোরও সমর্থন পেয়েছে, যা ইসরায়েলের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা।”
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেন, “এই যুদ্ধের কোনও সামরিক সমাধান নেই। পরবর্তী যুদ্ধবিরতিই হতে হবে শেষ যুদ্ধবিরতি।” তিনি যুক্তরাষ্ট্র, কাতার ও মিসরকে শান্তি উদ্যোগে ভূমিকার জন্য ধন্যবাদ জানান।
ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু অবশ্য বারবার জানিয়েছেন, হামাসকে চাপে রাখতে সামরিক অভিযান অব্যাহত রাখতে হবে। যদিও এখনো কার্যকর কোনো যুদ্ধবিরতির সমঝোতা হয়নি।
প্রকাশক ও সম্পাদক
© কপিরাইট সমাচার বিশ্ব ২০২৫ | আমাদের ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।