ইসরায়েলে ফের ফ্লাইট চালু করছে যুক্তরাষ্ট্রের ইউনাইটেড এয়ারলাইন্স। শিকাগো-ভিত্তিক এই বিমান সংস্থাটি সোমবার, ২১ জুলাই থেকে নিউয়ার্ক-তেল আবিব রুটে তাদের ননস্টপ দৈনিক ফ্লাইট পুনরায় চালু করেছে। এছাড়াও, এই রুটে দুইটি দৈনিক ফ্লাইট পরিচালনার পরিকল্পনাও রয়েছে ইউনাইটেডের।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার আগে এই রুটে শীর্ষে ছিল ইউনাইটেড। ইসরায়েলের সঙ্গে সংযুক্ত মার্কিন ফ্লাইটগুলোর মধ্যে ইউনাইটেডই ছিল সবচেয়ে সক্রিয়। যুদ্ধ শুরুর পর নিরাপত্তাজনিত কারণে বেশিরভাগ আন্তর্জাতিক বিমান সংস্থাই দেশটিতে তাদের কার্যক্রম স্থগিত করে।
প্রতিযোগিতায় পিছিয়ে নেই ডেল্টাও। ইউনাইটেডের প্রধান প্রতিদ্বন্দ্বী ডেল্টা এয়ার লাইনস আগামী ১ সেপ্টেম্বর থেকে নিউইয়র্ক-তেল আবিব রুটে তাদের ফ্লাইট পুনরায় চালুর ঘোষণা দিয়েছে। এতে করে ইসরায়েলগামী মার্কিন যাত্রীদের জন্য আবারও বিকল্প বাড়ছে।
বিশ্লেষকদের মতে, ফ্লাইট পুনরায় চালু হওয়া যুদ্ধক্ষতিগ্রস্ত অঞ্চলটির প্রতি আন্তর্জাতিক আস্থার ইঙ্গিত। যদিও পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি, তবুও বিমান চলাচল শুরু হওয়া ইসরায়েলি পর্যটন ও বাণিজ্যে নতুন গতি আনবে বলে মনে করা হচ্ছে।
প্রকাশক ও সম্পাদক
© কপিরাইট সমাচার বিশ্ব ২০২৫ | আমাদের ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।