রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহত ও অগ্নিদগ্ধদের চিকিৎসা সহায়তায় ঢাকায় পৌঁছেছেন ভারতীয় একটি বিশেষ মেডিকেল টিম। বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় তিন সদস্যের এ দলটি ঢাকায় আসে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দিল্লির দুটি শীর্ষস্থানীয় হাসপাতাল—রাম মনোহর লোহিয়া ও সাফদারজং হাসপাতাল—থেকে আগত বার্ন ও প্লাস্টিক সার্জারির দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক এবং একজন অভিজ্ঞ নার্স ঢাকায় এসে সরাসরি আহতদের চিকিৎসায় অংশ নিচ্ছেন।
মন্ত্রণালয় জানায়, বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল থেকে এই চিকিৎসক দল নির্ধারিত হাসপাতালে দায়িত্ব গ্রহণ করবেন এবং দুর্ঘটনায় গুরুতর আহতদের চিকিৎসা কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত থাকবেন।
উল্লেখ্য, ভারত ইতোমধ্যেই বাংলাদেশ সরকারকে বিমান দুর্ঘটনায় আহতদের ভারতে চিকিৎসার জন্য প্রস্তাব দিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে বাংলাদেশকে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দেন।
এই সহায়তার অংশ হিসেবেই ভারতীয় বিশেষজ্ঞ চিকিৎসক দলটি বাংলাদেশে পাঠানো হয়েছে বলে জানায় দিল্লি।
প্রকাশক ও সম্পাদক
© কপিরাইট সমাচার বিশ্ব ২০২৫ | আমাদের ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।