১০:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

টিকিট বিক্রির আয় যাবে শোকাহত পরিবারের সহায়তায়: বিসিবি

মাইলস্টোন দুর্ঘটনা ও জুলাই অভ্যুত্থনের ক্ষতিগ্রস্তদের পাশে বিসিবি

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি জিতে সিরিজ নিশ্চিত করার পর পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নেমেছে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। এই ম্যাচকে কেন্দ্র করে এক মহৎ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের টিকিট বিক্রির সমস্ত অর্থ মাইলস্টোন বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার এবং ২০২৪ সালের জুলাই মাসের অভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের পরিবারের সহায়তায় ব্যয় করা হবে। এ সিদ্ধান্তের কথা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘বাংলাদেশে ক্রিকেট কেবল একটি খেলা নয়, এটি আমাদের জাতীয় আত্মার একটি অংশ। শোক ও স্মরণের মুহূর্তে আমাদের একসঙ্গে দাঁড়ানো উচিত। মর্মান্তিক ঘটনাগুলোর শিকারদের আরোগ্য প্রক্রিয়ায় সামান্য হলেও অবদান রাখতে পেরে বিসিবি গর্বিত ও কৃতজ্ঞ।’

উল্লেখ্য, গত ২১ জুলাই (সোমবার) বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় বহু শিক্ষার্থী হতাহত হন এবং ঘটনায় জাতীয়ভাবে শোক ঘোষণা করা হয়।

ট্যাগ

টিকিট বিক্রির আয় যাবে শোকাহত পরিবারের সহায়তায়: বিসিবি

প্রকাশিত হয়েছে: ০৯:০০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

মাইলস্টোন দুর্ঘটনা ও জুলাই অভ্যুত্থনের ক্ষতিগ্রস্তদের পাশে বিসিবি

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি জিতে সিরিজ নিশ্চিত করার পর পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নেমেছে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। এই ম্যাচকে কেন্দ্র করে এক মহৎ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের টিকিট বিক্রির সমস্ত অর্থ মাইলস্টোন বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার এবং ২০২৪ সালের জুলাই মাসের অভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের পরিবারের সহায়তায় ব্যয় করা হবে। এ সিদ্ধান্তের কথা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘বাংলাদেশে ক্রিকেট কেবল একটি খেলা নয়, এটি আমাদের জাতীয় আত্মার একটি অংশ। শোক ও স্মরণের মুহূর্তে আমাদের একসঙ্গে দাঁড়ানো উচিত। মর্মান্তিক ঘটনাগুলোর শিকারদের আরোগ্য প্রক্রিয়ায় সামান্য হলেও অবদান রাখতে পেরে বিসিবি গর্বিত ও কৃতজ্ঞ।’

উল্লেখ্য, গত ২১ জুলাই (সোমবার) বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় বহু শিক্ষার্থী হতাহত হন এবং ঘটনায় জাতীয়ভাবে শোক ঘোষণা করা হয়।