
ভারতের রাজধানী দিল্লিতে ‘বাংলাদেশে গণহত্যা’ বিষয়ে ঘোষিত একটি সংবাদ সম্মেলন নির্ধারিত সময়ের আগ মুহূর্তে স্থগিত করা হয়েছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা ও সাবেক মন্ত্রীদের অংশগ্রহণে বুধবার (২৩ জুলাই) বিকেল সাড়ে ৫টায় এ অনুষ্ঠান হওয়ার কথা ছিল। তবে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে হঠাৎ করে স্থগিতাদেশের ঘোষণা আসে।
সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বৃহস্পতিবার (২৪ জুলাই) এক প্রতিবেদনে বিষয়টি তুলে ধরে। জানা গেছে, বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ (BHRW) নামের একটি বিতর্কিত ও অজানা পরিচয়ের সংগঠনের ব্যানারে সংবাদ সম্মেলনটির আয়োজন করা হয়েছিল। এর আয়োজক মোহাম্মদ আলী সিদ্দিকী নিজেকে সংগঠনটির যুক্তরাষ্ট্র শাখার মহাসচিব হিসেবে পরিচয় দেন।
সংবাদ সম্মেলনে গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে কথিত সহিংসতা ও ‘গণহত্যা’ প্রসঙ্গে বক্তব্য দেওয়ার কথা ছিল আওয়ামী লীগের একাধিক সাবেক নেতাদের। যাদের মধ্যে ছিলেন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, হাসান মাহমুদ ও মহিবুল হাসান চৌধুরী নওফেল—যারা সম্প্রতি দিল্লি সফর করেছেন।
তবে সম্মেলনের নির্ধারিত সময়ের কিছুক্ষণ আগেই আলী সিদ্দিকী এক বিবৃতিতে জানান, ঢাকার একটি শিক্ষা প্রতিষ্ঠানে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের প্রতি সম্মান জানিয়ে অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। উল্লেখ্য, উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ৩৫ জনের বেশি প্রাণহানি ঘটে, যাদের অধিকাংশই শিশু শিক্ষার্থী।
আয়োজক সিদ্দিকী বলেন, ‘এই শোকাবহ পরিস্থিতিতে আমরা অনুষ্ঠান স্থগিতের কঠিন সিদ্ধান্ত নিয়েছি। খুব শিগগিরই নতুন তারিখ ঘোষণা করা হবে।’
সংবাদ সম্মেলনের উদ্দেশ্য, সংগঠনের প্রকৃত পরিচয় এবং ভারতের মাটিতে বাংলাদেশের সাবেক নেতাদের এমন উদ্যোগ নিয়ে কূটনৈতিক ও রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠেছে।