০৪:১৩ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

৯৯% ভারতীয় পণ্যে যুক্তরাজ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার

দীর্ঘদিনের আলোচনার পর অবশেষে ‘ঐতিহাসিক’ মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে ভারত ও যুক্তরাজ্য। বৃহস্পতিবার (২৪ জুলাই) যুক্তরাজ্য সফরে গিয়ে দেশটির প্রধানমন্ত্রী কেয়ার স্টার্মারের সঙ্গে বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় তাদের উপস্থিতিতে চুক্তিটি সই হয়।

চুক্তির আওতায় ভারত প্রায় ৯০ শতাংশ ব্রিটিশ পণ্যের ওপর শুল্ক কমাবে, যা গড়ে ১৫ শতাংশ থেকে কমে ৩ শতাংশে নেমে আসবে। অপরদিকে, ৯৯ শতাংশ ভারতীয় পণ্য যুক্তরাজ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। এতে ভারতীয় বস্ত্র, চামড়া, গয়না, ইলেকট্রনিক যন্ত্রাংশসহ বহু শিল্প খাত লাভবান হবে।

ভারতীয় বাজারে ব্রিটিশ স্কচ হুইস্কি, গাড়ি, ইলেকট্রনিক্স, কসমেটিকস ও চকোলেটের দাম কমবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে ১৫০ শতাংশ শুল্ক আরোপিত স্কচ হুইস্কির ওপর তা ধীরে ধীরে ৪০ শতাংশে নামিয়ে আনা হবে। বৈদ্যুতিক গাড়ির ওপর ১১০ শতাংশ শুল্ক কমে হবে মাত্র ১০ শতাংশ।

এই চুক্তির মাধ্যমে ভারতীয় কৃষিপণ্য এবং প্রক্রিয়াজাত খাদ্যপণ্য যুক্তরাজ্যে শুল্কমুক্ত প্রবেশের সুযোগ পাবে। তথ্যপ্রযুক্তি, যোগ প্রশিক্ষক, সংগীতজ্ঞ, শেফ ও আর্থিক খাত সংশ্লিষ্ট ভারতীয় পেশাজীবীদের জন্য যুক্তরাজ্যে কাজের সুযোগ বাড়বে।

চুক্তির অংশ হিসেবে দ্বৈত সামাজিক সুরক্ষা তহবিলে অবদান এড়াতে একটি ‘ডাবল কন্ট্রিবিউশন এগ্রিমেন্ট’ও স্বাক্ষরিত হয়েছে। এতে করে প্রবাসী ভারতীয়দের অর্থনৈতিক সুবিধা বাড়বে। ব্রিটিশ সরকার আশা করছে, এ চুক্তির ফলে যুক্তরাজ্যে প্রায় ২,২০০ নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

ট্যাগ

শিক্ষা ভবনের সামনে সাত কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

৯৯% ভারতীয় পণ্যে যুক্তরাজ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার

প্রকাশিত হয়েছে: ১০:১১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

দীর্ঘদিনের আলোচনার পর অবশেষে ‘ঐতিহাসিক’ মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে ভারত ও যুক্তরাজ্য। বৃহস্পতিবার (২৪ জুলাই) যুক্তরাজ্য সফরে গিয়ে দেশটির প্রধানমন্ত্রী কেয়ার স্টার্মারের সঙ্গে বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় তাদের উপস্থিতিতে চুক্তিটি সই হয়।

চুক্তির আওতায় ভারত প্রায় ৯০ শতাংশ ব্রিটিশ পণ্যের ওপর শুল্ক কমাবে, যা গড়ে ১৫ শতাংশ থেকে কমে ৩ শতাংশে নেমে আসবে। অপরদিকে, ৯৯ শতাংশ ভারতীয় পণ্য যুক্তরাজ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। এতে ভারতীয় বস্ত্র, চামড়া, গয়না, ইলেকট্রনিক যন্ত্রাংশসহ বহু শিল্প খাত লাভবান হবে।

ভারতীয় বাজারে ব্রিটিশ স্কচ হুইস্কি, গাড়ি, ইলেকট্রনিক্স, কসমেটিকস ও চকোলেটের দাম কমবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে ১৫০ শতাংশ শুল্ক আরোপিত স্কচ হুইস্কির ওপর তা ধীরে ধীরে ৪০ শতাংশে নামিয়ে আনা হবে। বৈদ্যুতিক গাড়ির ওপর ১১০ শতাংশ শুল্ক কমে হবে মাত্র ১০ শতাংশ।

এই চুক্তির মাধ্যমে ভারতীয় কৃষিপণ্য এবং প্রক্রিয়াজাত খাদ্যপণ্য যুক্তরাজ্যে শুল্কমুক্ত প্রবেশের সুযোগ পাবে। তথ্যপ্রযুক্তি, যোগ প্রশিক্ষক, সংগীতজ্ঞ, শেফ ও আর্থিক খাত সংশ্লিষ্ট ভারতীয় পেশাজীবীদের জন্য যুক্তরাজ্যে কাজের সুযোগ বাড়বে।

চুক্তির অংশ হিসেবে দ্বৈত সামাজিক সুরক্ষা তহবিলে অবদান এড়াতে একটি ‘ডাবল কন্ট্রিবিউশন এগ্রিমেন্ট’ও স্বাক্ষরিত হয়েছে। এতে করে প্রবাসী ভারতীয়দের অর্থনৈতিক সুবিধা বাড়বে। ব্রিটিশ সরকার আশা করছে, এ চুক্তির ফলে যুক্তরাজ্যে প্রায় ২,২০০ নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।