০৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ভারত-শ্রীলঙ্কার অনুপস্থিতি সত্ত্বেও সফল এসিসি বৈঠক

ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হলো এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) গুরুত্বপূর্ণ সভা। ভারত ও শ্রীলঙ্কা ভার্চ্যুয়ালি অংশ নিলেও বাকি দেশগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন সরাসরি। সভা শেষে এসিসি সভাপতি মহসিন নাকভি আয়োজনে সন্তুষ্টি প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রতি কৃতজ্ঞতা জানান।

নাকভি বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমাদের মিটিং খুবই সফল হয়েছে। এসিসির ২৮টি সদস্য দেশের সবাই এই সভায় অংশ নিয়েছে, যা সত্যিই প্রশংসনীয়।’ ভার্চ্যুয়ালি যুক্ত সদস্যদের প্রতিও তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন।

সভায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আতিথেয়তার ভূয়সী প্রশংসা করে নাকভি বলেন, ‘আমি বিসিবিকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। তারা আমাদের যে আন্তরিকতার সঙ্গে দেখভাল করেছে, এটি আমাদের জন্য স্মরণীয় করে রেখেছে।’

সভা নিয়ে রাজনৈতিক প্রভাব সম্পর্কে তিনি সাফ জানিয়ে দেন, ‘আমরা সবাই ক্রিকেটের জন্য কাজ করতে চাই, খেলার মধ্যে রাজনীতি নয়। আজকের পরিবেশ ছিল চমৎকার।’

এদিকে সভার আগ মুহূর্তে কিছুটা জটিলতা দেখা দিয়েছিল ভারতের অনীহা নিয়ে। বিসিসিআই প্রতিনিধি না পাঠানোর ঘোষণা দিলে শ্রীলঙ্কাও একই সুরে কথা বলে। তবে শেষ পর্যন্ত ভার্চ্যুয়ালি সভায় যুক্ত হয় দুই দেশই। এ প্রসঙ্গে নাকভি বলেন, ‘সবাই আসতে পারেনি, যেমন আমিও সিঙ্গাপুর যেতে পারিনি। এটা স্বাভাবিক। কিন্তু এসিসির পক্ষে বড় অর্জন হলো, ২৫টি দেশ সরাসরি সভায় অংশ নিয়েছে।’

ট্যাগ

শিক্ষা ভবনের সামনে সাত কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

ভারত-শ্রীলঙ্কার অনুপস্থিতি সত্ত্বেও সফল এসিসি বৈঠক

প্রকাশিত হয়েছে: ০৭:৪৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হলো এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) গুরুত্বপূর্ণ সভা। ভারত ও শ্রীলঙ্কা ভার্চ্যুয়ালি অংশ নিলেও বাকি দেশগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন সরাসরি। সভা শেষে এসিসি সভাপতি মহসিন নাকভি আয়োজনে সন্তুষ্টি প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রতি কৃতজ্ঞতা জানান।

নাকভি বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমাদের মিটিং খুবই সফল হয়েছে। এসিসির ২৮টি সদস্য দেশের সবাই এই সভায় অংশ নিয়েছে, যা সত্যিই প্রশংসনীয়।’ ভার্চ্যুয়ালি যুক্ত সদস্যদের প্রতিও তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন।

সভায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আতিথেয়তার ভূয়সী প্রশংসা করে নাকভি বলেন, ‘আমি বিসিবিকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। তারা আমাদের যে আন্তরিকতার সঙ্গে দেখভাল করেছে, এটি আমাদের জন্য স্মরণীয় করে রেখেছে।’

সভা নিয়ে রাজনৈতিক প্রভাব সম্পর্কে তিনি সাফ জানিয়ে দেন, ‘আমরা সবাই ক্রিকেটের জন্য কাজ করতে চাই, খেলার মধ্যে রাজনীতি নয়। আজকের পরিবেশ ছিল চমৎকার।’

এদিকে সভার আগ মুহূর্তে কিছুটা জটিলতা দেখা দিয়েছিল ভারতের অনীহা নিয়ে। বিসিসিআই প্রতিনিধি না পাঠানোর ঘোষণা দিলে শ্রীলঙ্কাও একই সুরে কথা বলে। তবে শেষ পর্যন্ত ভার্চ্যুয়ালি সভায় যুক্ত হয় দুই দেশই। এ প্রসঙ্গে নাকভি বলেন, ‘সবাই আসতে পারেনি, যেমন আমিও সিঙ্গাপুর যেতে পারিনি। এটা স্বাভাবিক। কিন্তু এসিসির পক্ষে বড় অর্জন হলো, ২৫টি দেশ সরাসরি সভায় অংশ নিয়েছে।’