১০:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

আয়োজক বদলিয়ে এশিয়া কাপ এবার সংযুক্ত আরব আমিরাতে

ঢাকায় এসিসি বৈঠক, আয়োজক বদলিয়ে এশিয়া কাপ এবার সংযুক্ত আরব আমিরাতে

দীর্ঘ অনিশ্চয়তার অবসান ঘটিয়ে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক বৈঠক। সাম্প্রতিক ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনার ছায়া এশিয়া কাপ আয়োজনেও পড়েছিল। বিশেষ করে ভারত ঢাকায় এসিসির সভায় যোগ দিতে অস্বীকৃতি জানানোয় টুর্নামেন্টটি নিয়ে শঙ্কা আরও বেড়ে যায়।

তবে বৃহস্পতিবার (আজ) অনুষ্ঠিত বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়েছে ভারত ও শ্রীলঙ্কা। এতে করে টুর্নামেন্ট আয়োজনের পথ কিছুটা হলেও পরিষ্কার হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। টাইমস অব ইন্ডিয়ার বরাত দিয়ে এবিপি লাইভ জানিয়েছে, আগামী ৫ সেপ্টেম্বর থেকে এশিয়া কাপ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রথমে আয়োজক হিসেবে ভারতের নাম শোনা গেলেও, সাম্প্রতিক তথ্য অনুযায়ী টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। যদিও এসিসি এখনো ভেন্যু ও সময়সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি। সম্ভাব্য ভেন্যু হিসেবে দুবাই ও আবুধাবির কথা শোনা যাচ্ছে।

এবারের আসরে অংশ নিচ্ছে আটটি দেশ। আইসিসির পূর্ণ সদস্য বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান ছাড়াও অংশ নেবে সংযুক্ত আরব আমিরাত, ওমান ও হংকং।

তবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে ভারত ও পাকিস্তানের মুখোমুখি হওয়ার বিষয়টি। সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনার কারণে ম্যাচ আয়োজন নিয়ে সংশয় তৈরি হয়েছে। এর আগেও ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস-এ ভারত-পাকিস্তান চ্যাম্পিয়নস দলের ম্যাচ বাতিল হয়ে যায়, ভারতের অনীহার কারণে।

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন, ভারত নিরাপত্তার কারণে খেলা না করাই ভালো, আবার কেউ এই হাই-ভোল্টেজ ম্যাচের জন্য অপেক্ষায় আছেন।

চূড়ান্ত সিদ্ধান্ত এখন ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের হাতে। তারা চাইলে, দু’চিরপ্রতিদ্বন্দ্বীর দেখা হবে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে—যা উপমহাদেশীয় ক্রিকেটের সবচেয়ে কাঙ্ক্ষিত দৃশ্যগুলোর একটি।


ট্যাগ

আয়োজক বদলিয়ে এশিয়া কাপ এবার সংযুক্ত আরব আমিরাতে

প্রকাশিত হয়েছে: ১০:২৬:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫

ঢাকায় এসিসি বৈঠক, আয়োজক বদলিয়ে এশিয়া কাপ এবার সংযুক্ত আরব আমিরাতে

দীর্ঘ অনিশ্চয়তার অবসান ঘটিয়ে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক বৈঠক। সাম্প্রতিক ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনার ছায়া এশিয়া কাপ আয়োজনেও পড়েছিল। বিশেষ করে ভারত ঢাকায় এসিসির সভায় যোগ দিতে অস্বীকৃতি জানানোয় টুর্নামেন্টটি নিয়ে শঙ্কা আরও বেড়ে যায়।

তবে বৃহস্পতিবার (আজ) অনুষ্ঠিত বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়েছে ভারত ও শ্রীলঙ্কা। এতে করে টুর্নামেন্ট আয়োজনের পথ কিছুটা হলেও পরিষ্কার হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। টাইমস অব ইন্ডিয়ার বরাত দিয়ে এবিপি লাইভ জানিয়েছে, আগামী ৫ সেপ্টেম্বর থেকে এশিয়া কাপ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রথমে আয়োজক হিসেবে ভারতের নাম শোনা গেলেও, সাম্প্রতিক তথ্য অনুযায়ী টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। যদিও এসিসি এখনো ভেন্যু ও সময়সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি। সম্ভাব্য ভেন্যু হিসেবে দুবাই ও আবুধাবির কথা শোনা যাচ্ছে।

এবারের আসরে অংশ নিচ্ছে আটটি দেশ। আইসিসির পূর্ণ সদস্য বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান ছাড়াও অংশ নেবে সংযুক্ত আরব আমিরাত, ওমান ও হংকং।

তবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে ভারত ও পাকিস্তানের মুখোমুখি হওয়ার বিষয়টি। সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনার কারণে ম্যাচ আয়োজন নিয়ে সংশয় তৈরি হয়েছে। এর আগেও ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস-এ ভারত-পাকিস্তান চ্যাম্পিয়নস দলের ম্যাচ বাতিল হয়ে যায়, ভারতের অনীহার কারণে।

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন, ভারত নিরাপত্তার কারণে খেলা না করাই ভালো, আবার কেউ এই হাই-ভোল্টেজ ম্যাচের জন্য অপেক্ষায় আছেন।

চূড়ান্ত সিদ্ধান্ত এখন ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের হাতে। তারা চাইলে, দু’চিরপ্রতিদ্বন্দ্বীর দেখা হবে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে—যা উপমহাদেশীয় ক্রিকেটের সবচেয়ে কাঙ্ক্ষিত দৃশ্যগুলোর একটি।