
যুক্তরাষ্ট্রের ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইটের ১৭৩ জন যাত্রী। বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ মডেলের ফ্লাইটটি মিয়ামির উদ্দেশ্যে ডেনভার থেকে উড্ডয়ন করার আগ মুহূর্তে রানওয়েতে ল্যান্ডিং গিয়ারে আগুন ধরে যায়।
বিমান থেকে ধোঁয়া ছড়িয়ে পড়লে পাইলট উড্ডয়ন বাতিল করেন এবং জরুরি ভিত্তিতে যাত্রীদের স্লাইড দিয়ে সরিয়ে নেওয়া হয়। এতে একজন সামান্য আহত হন। স্থানীয় সময় শনিবার দুপুর ২টা ৪৫ মিনিটে ঘটনার সময় রানওয়ে ধোঁয়ায় ঢেকে যায় বলে জানায় যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)।
ঘটনার পর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আতঙ্কিত যাত্রীরা দ্রুত বিমানের স্লাইড দিয়ে নামছেন এবং বিমানের এক পাশের চাকায় আগুন জ্বলছে। একজন যাত্রী শিশুসন্তানকে এক হাতে ধরে, অন্য হাতে লাগেজ নিয়ে স্লাইড দিয়ে নামার সময় ভারসাম্য হারিয়ে সন্তানের ওপর পড়ে যান—যা নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা হয়।
আমেরিকান এয়ারলাইন্স জানিয়েছে, একটি চাকার যান্ত্রিক ত্রুটির কারণেই আগুনের সূত্রপাত হয়। তারা আরও জানায়, বিমানের সার্ভিস স্থগিত রাখা হয়েছে এবং রক্ষণাবেক্ষণ দল তদন্ত করছে। এফএএ-ও পৃথক তদন্ত শুরু করেছে।
ডেনভার ফায়ার ডিপার্টমেন্ট জানায়, বিকেল ৫টা ১০ মিনিটে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা হয়। পাঁচজনকে ঘটনাস্থলেই পর্যবেক্ষণ করা হয়, তবে কেবল একজনকে হাসপাতালে পাঠানো হয়। যাত্রীদের নিরাপদে বাসে করে টার্মিনালে নেওয়া হয়।
উল্লেখ্য, গত পাঁচ মাসে ডেনভার বিমানবন্দরে এটি দ্বিতীয় বিমান অগ্নিকাণ্ডের ঘটনা। এর আগে মার্চ মাসে একটি ডালাসগামী ফ্লাইটেও একই ধরনের অগ্নিকাণ্ড ঘটে, যদিও সেবারও সকল যাত্রী নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছিল।