অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার একটি রেস্তোরাঁ থেকে তিনজন ইসরায়েলিকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। তাদের একজন ছিলেন আমিত পেলেদ নামে একজন পরিচিত ইসরায়েলি বাদ্যযন্ত্র বাদক। নিজেই ইনস্টাগ্রামে ঘটনাটি তুলে ধরে এই আচরণকে “অপমানজনক ও দুঃখজনক” বলে উল্লেখ করেছেন তিনি।
আমিত পেলেদ জানান, গত শুক্রবার (২৫ জুলাই) তিনি তার দুই সহকর্মীকে নিয়ে ভিয়েনার একটি ইতালিয়ান রেস্তোরাঁয় যান। সেখানে তারা নিজেদের মধ্যে হিব্রু ভাষায় কথা বলছিলেন। এসময় এক ওয়েটার এসে তাদের অর্ডার নেওয়ার পর আচমকা ফিরে এসে জানতে চান, তারা কোন ভাষায় কথা বলছেন।
পেলেদের ভাষ্যমতে, তিনি ওয়েটারকে জানান, তারা ইংরেজি এবং জার্মান ভাষায় কথা বলেন, কিন্তু এখন যা বলছেন তা হিব্রু ভাষা। উত্তরে ওয়েটার কোনো দ্বিধা না করেই বলেন, “এখান থেকে বেরিয়ে যান। আমি আপনাদের খাবার দিতে পারব না।”
এ আচরণে হতবাক হয়ে যান আমিত পেলেদ। তিনি আরও বলেন, “প্রথম অপমানটা ছিল অনেক বড়। কিন্তু আমাদের সবচেয়ে বেশি আঘাত করেছে, আমাদের চারপাশের মানুষদের নিরবতা। কেউ কিছু বলেনি। বরং সবাই তাদের খাবারে মনোযোগ দিয়েছিল, যেন কিছুই ঘটেনি।”
পেলেদের দাবি অনুযায়ী, রেস্তোরাঁয় উপস্থিত কেউ তাদের সমর্থনে এগিয়ে আসেননি। কেবল কয়েকজন সহানুভূতির দৃষ্টিতে তাকালেও, পরে সবাই তাদের নিজের মতো করে চলতে থাকে।
এই ঘটনার সত্যতা নিয়ে এখনও অস্ট্রীয় কর্তৃপক্ষ কিংবা সংশ্লিষ্ট রেস্তোরাঁর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। তবে বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে বিতর্ক তৈরি হয়েছে।
প্রকাশক ও সম্পাদক
© কপিরাইট সমাচার বিশ্ব ২০২৫ | আমাদের ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।