
গাজার অবরুদ্ধ ভূখণ্ডে তিনটি নির্দিষ্ট এলাকায় প্রতিদিন নির্দিষ্ট সময়ের জন্য সামরিক অভিযান স্থগিত রাখার ঘোষণা দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। রোববার (২৭ জুলাই) ইসরায়েল জানায়, সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত আল-মাওয়াসি, দেইর আল-বালাহ এবং গাজা সিটি এলাকায় এই বিরতি কার্যকর থাকবে, যা পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত প্রতিদিন চলবে।
ইসরায়েলি বাহিনী বলছে, মানবিক সহায়তা সহজ করতেই এই সামরিক বিরতি দেওয়া হচ্ছে। একইসঙ্গে প্রতিদিন সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত ত্রাণবাহী খাদ্য ও ওষুধের গাড়িবহরের জন্য একটি নিরাপদ করিডোরও চালু রাখা হবে বলে জানানো হয়েছে।
বার্তাসংস্থা রয়টার্স জানায়, আন্তর্জাতিক চাপের মুখে চলমান যুদ্ধের মধ্যে অবশেষে গাজার কিছু অংশে সাময়িক যুদ্ধবিরতির পদক্ষেপ নিয়েছে ইসরায়েল। একই সঙ্গে নতুন ত্রাণ করিডোর খোলার ঘোষণাও দিয়েছে তারা। আল জাজিরা-সহ একাধিক সংবাদমাধ্যমও বিষয়টি নিশ্চিত করেছে।
এদিকে মিসরের রাষ্ট্রায়ত্ত আল-কাহেরা নিউজ টিভি জানিয়েছে, রোববার থেকে মিসরীয় সীমান্ত দিয়ে গাজার উদ্দেশ্যে ত্রাণ সরবরাহ শুরু হয়েছে। এর আগে ইসরায়েল বিমান থেকে প্যারাসুটের মাধ্যমে ত্রাণ ফেলা শুরু করে, যার উদ্দেশ্য ছিল গাজার মানবিক পরিস্থিতির আংশিক উন্নয়ন।
তবে জাতিসংঘ জানিয়েছে, সাময়িক মানবিক বিরতির ফলে কিছুটা ত্রাণ সরবরাহ বাড়ানো সম্ভব হলেও ইসরায়েল এখনও তাদের গাড়িবহরের জন্য যথেষ্ট বিকল্প রুট দিতে অনাগ্রহী, যা কার্যক্রমে বড় ধরনের বাধা সৃষ্টি করছে।
উল্লেখ্য, চলমান যুদ্ধের মাঝে গত মার্চে ইসরায়েল গাজায় সব ধরনের ত্রাণ সরবরাহ বন্ধ করে দিলে ২২ লাখ মানুষের এই ভূখণ্ডে তীব্র খাদ্য সংকট দেখা দেয়। মে মাস থেকে সীমিতভাবে ত্রাণ প্রবেশের সুযোগ দেওয়া হলেও তখন কঠোর শর্ত আরোপ করা হয়।