আল্লাহ তাআলার ৯৯টি গুণবাচক নামের মধ্যে “আল-‘আজীজ” অন্যতম, যার অর্থ—পরাক্রমশালী, অপরাজেয়, সম্মানিত ও শক্তিধর। এই নামের মাধ্যমে আল্লাহ নিজেকে এমন এক সত্তা হিসেবে পরিচয় করিয়ে দেন, যিনি কাউকে ভয় পান না, যাঁকে কেউ পরাজিত করতে পারে না এবং যিনি চূড়ান্ত মর্যাদার অধিকারী।
পবিত্র কুরআনের বিভিন্ন আয়াতে এই নামটি বারবার ব্যবহৃত হয়েছে। সূরা আল-মুনাফিকুনে আল্লাহ বলেন, “আর পরাক্রম তো কেবল আল্লাহর, তাঁর রাসূলের এবং মুমিনদের জন্যই।” (৬৩:৮)। এতে বোঝা যায়, প্রকৃত শক্তি, সম্মান ও মর্যাদা একমাত্র আল্লাহর কাছ থেকেই আসে।
‘আল-‘আজীজ’ নামটি আমাদের শেখায়—আল্লাহর শক্তির কোনো সীমা নেই। তিনি যাকে সাহায্য করেন, তাকে কেউ পরাজিত করতে পারে না। তিনি যাকে চায় সম্মানিত করেন, আবার যাকে ইচ্ছা অপমানিত করেন। তাঁর বিপরীতে দাঁড়ানোর ক্ষমতা কারও নেই।
এই নাম আমাদের জীবনেও গভীর তাৎপর্য বহন করে। কোনো বিপদ বা দুর্যোগে মানুষ অসহায় বোধ করলেও, একজন মুমিন জানে—আল্লাহ আল-‘আজীজ; তিনিই রক্ষা করতে সক্ষম, তাঁরই কাছে সাহায্য চাইতে হয়। তিনি একমাত্র ভরসাস্থল।
এই নাম স্মরণ করে একজন বিশ্বাসী নিজের আত্মবিশ্বাস জাগিয়ে তোলে এবং আল্লাহর শক্তির ওপর সম্পূর্ণ নির্ভর করে চলতে শেখে। ‘আল-‘আজীজ’ নামটি তাই শুধু আল্লাহর গুণই নয়, একজন মুমিনের জন্য আশা ও সাহসের অনন্ত উৎস।
প্রকাশক ও সম্পাদক
© কপিরাইট সমাচার বিশ্ব ২০২৫ | আমাদের ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।