১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ১২০তম ‘ড্র’ বৃহস্পতিবার (৩১ জুলাই) অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওইদিন বেলা ১১টায় ঢাকার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ ড্র অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাইজবন্ডের ড্র সিঙ্গেল কমন ‘ড্র’ পদ্ধতিতে অনুষ্ঠিত হয়ে থাকে। এবারের ড্র’তেও প্রতিটি সিরিজে ৪৬টি পুরস্কার রয়েছে।
পুরস্কারগুলো হলো:
প্রথম পুরস্কার: ৬,০০,০০০/- (একটি)
দ্বিতীয় পুরস্কার: ৩,২৫,০০০/- (একটি)
তৃতীয় পুরস্কার: ১,০০,০০০/- (দুটি)
চতুর্থ পুরস্কার: ৫০,০০০/- (দুটি)
পঞ্চম পুরস্কার: ১০,০০০/- (৪০টি)
প্রাইজবন্ডধারীরা আগ্রহভরে এ ড্রয়ের অপেক্ষায় রয়েছেন। প্রতিবারের মতো এবারও ড্রয়ের ফলাফল আগামী ৩ আগস্ট, রোববার জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করা হবে।
উল্লেখ্য, প্রাইজবন্ড হলো বাংলাদেশ ব্যাংক কর্তৃক ইস্যুকৃত একটি সঞ্চয়মূলক বন্ড, যা কিনে সাধারণ জনগণ পুরস্কার জয়ের সুযোগ পান।
প্রকাশক ও সম্পাদক
© কপিরাইট সমাচার বিশ্ব ২০২৫ | আমাদের ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।