মুম্বাই থেকে কলকাতাগামী ইন্ডিগোর ‘৬ই ১৩৮’ ফ্লাইটে এক যাত্রীকে অপর সহযাত্রী থাপ্পড় মারায় ব্যাপক বিতর্ক ছড়িয়েছে। ৩১ জুলাই ঘটে যাওয়া এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, বিমানের কেবিন ক্রুরা এক অসুস্থ যাত্রী হুসেন আহমেদ মজুমদারকে সাহায্য করার সময় হঠাৎ অপর এক যাত্রী সামনে এসে তাকে থাপ্পড় মারেন।
হুসেন আহমেদ মজুমদার আসামের বাসিন্দা এবং বর্তমানে মুম্বাইয়ে কর্মরত। ভাইরাল ভিডিও দেখে তার পরিচয় নিশ্চিত করেছেন তার বাবা আবদুল মান্নান মজুমদার। ভিডিওতে হুসেনকে আতঙ্কিত ও কাঁদতে দেখা যায়। আশপাশের যাত্রী এবং কেবিন ক্রুরা অভিযুক্ত যাত্রীর এই আচরণের প্রতিবাদ জানান। এক যাত্রী অভিযুক্তকে প্রশ্ন করেন, “আপনি মারলেন কেন?” জবাবে অভিযুক্ত বলেন, “ওর জন্য অসুবিধা হচ্ছিল।”
বিমান অবতরণের পর অভিযুক্ত যাত্রীকে সিআইএসএফ হেফাজতে নেওয়া হয়। ইন্ডিগো এক বিবৃতিতে জানায়, এ ধরনের আচরণ একেবারেই অগ্রহণযোগ্য। অভিযুক্তকে ‘আনরুলি প্যাসেঞ্জার’ হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। তাকে নো-ফ্লাই তালিকায় রাখা হবে কি না, সে বিষয়ে কমিটি সিদ্ধান্ত নেবে।
ঘটনা প্রকাশ্যে আসার পর সামাজিক মাধ্যমে শুরু হয় তীব্র সমালোচনা। অনেকে এটিকে ধর্মীয় বিদ্বেষ হিসেবে দেখলেও, ফ্যাক্টচেকিং প্ল্যাটফর্ম অল্ট নিউজ-এর সহ-প্রতিষ্ঠাতা মোহাম্মদ জুবায়ের জানিয়েছেন, অভিযুক্ত ও ভুক্তভোগী উভয়ই একই ধর্মের অনুসারী। অন্যদিকে, আইনজীবী সঞ্জয় হেগড়ে বিমান কর্তৃপক্ষের প্রতিক্রিয়াকে দুর্বল বলে মন্তব্য করেন এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
ইন্ডিগো জানায়, ফ্লাইটে যাত্রীদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক
© কপিরাইট সমাচার বিশ্ব ২০২৫ | আমাদের ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।