জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে দখলদার ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গিভিরের প্রকাশ্য প্রার্থনার ঘটনায় সৌদি আরব তীব্র প্রতিবাদ জানিয়েছে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইহুদিদের জন্য প্রার্থনা নিষিদ্ধ থাকা সত্ত্বেও এভাবে মুসলমানদের তৃতীয় পবিত্র স্থান আল-আকসায় ইসরায়েলি মন্ত্রীর অনুপ্রবেশ ও প্রার্থনা করা ইচ্ছাকৃত উসকানিমূলক কর্মকাণ্ড। সৌদি আরব এটিকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়ানোর গভীর ষড়যন্ত্র বলেও আখ্যায়িত করেছে।
ঘটনাটি ঘটে রবিবার (৩ আগস্ট), কঠোর নিরাপত্তার মধ্যে বেন গিভির আল-আকসা চত্বরে প্রবেশ করে প্রকাশ্যে প্রার্থনা করেন। যদিও বহু পুরনো এক চুক্তি অনুযায়ী মুসলিম ছাড়া অন্য কোনো ধর্মাবলম্বীর জন্য এই মসজিদে প্রার্থনা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। ইহুদিরা কেবল মসজিদ প্রাঙ্গনে প্রবেশ করতে পারে, কিন্তু প্রার্থনার অধিকার নেই।
সৌদি আরব তাদের বিবৃতিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছে যেন তারা ইসরায়েলের এসব উসকানিমূলক ও আন্তর্জাতিক আইনবিরোধী কর্মকাণ্ড বন্ধে জরুরি পদক্ষেপ নেয়।
জর্ডান, যারা আল-আকসা মসজিদের ওয়াকফ পরিচালনা করে, তারাও এ ঘটনার নিন্দা জানিয়েছে। জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট জানায়, আল-আকসা মসজিদে দখলদার ইসরায়েলের কোনো এখতিয়ার নেই।
প্রকাশক ও সম্পাদক
© কপিরাইট সমাচার বিশ্ব ২০২৫ | আমাদের ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।