১০:০৮ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

মক্কা ও মদীনার মসজিদে সালাতের সওয়াব বহুগুণ বেশি

মক্কায় অবস্থিত মসজিদুল হারাম এবং মদীনায় অবস্থিত মসজিদে নববীতে আদায়কৃত সালাতের ফজিলত অন্য সব মসজিদের তুলনায় বহুগুণ বেশি বলে হাদীসে উল্লেখ রয়েছে।

হাদীস অনুযায়ী, মসজিদুল হারামে আদায়কৃত একটি সালাতের সওয়াব সাধারণ মসজিদে আদায়কৃত এক লক্ষ সালাতের সমান। অপরদিকে, মসজিদে নববীতে আদায়কৃত একটি সালাতের সওয়াব সাধারণ মসজিদে আদায়কৃত এক হাজার সালাতের সমান।

সহীহ বুখারী ও সহীহ মুসলিমে বর্ণিত একটি হাদীসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “এই (মসজিদুল হারাম) মসজিদে আদায়কৃত একটি সালাত অন্য যেকোনো মসজিদে আদায়কৃত এক লক্ষ সালাত অপেক্ষা উত্তম।” একই হাদীসে তিনি আরও বলেন, “আমার এই মসজিদে (মসজিদে নববী) আদায়কৃত একটি সালাত মসজিদুল হারাম ছাড়া অন্যান্য সকল মসজিদে আদায়কৃত এক হাজার সালাত অপেক্ষা উত্তম।”

ধর্মীয় চিন্তাবিদদের মতে, এই ফজিলতের মূল কারণ হলো এসব মসজিদে ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর বিশেষ রহমত ও আত্মিক প্রশান্তি লাভ করেন। হজ ও উমরাহ পালনকারী মুসল্লিদের কাছে এই দুটি মসজিদে সালাত আদায় অত্যন্ত কাঙ্ক্ষিত একটি আমল হিসেবে বিবেচিত হয়।

ধর্মীয় ব্যক্তিত্বরা মুসলিমদের এসব মসজিদের মর্যাদা বোঝার আহ্বান জানিয়েছেন এবং সুযোগ পেলে সেখানে বেশি বেশি সালাত আদায়ের তাগিদ দিয়েছেন।

ট্যাগ

শিক্ষা ভবনের সামনে সাত কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

মক্কা ও মদীনার মসজিদে সালাতের সওয়াব বহুগুণ বেশি

প্রকাশিত হয়েছে: ০৭:৩৮:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫

মক্কায় অবস্থিত মসজিদুল হারাম এবং মদীনায় অবস্থিত মসজিদে নববীতে আদায়কৃত সালাতের ফজিলত অন্য সব মসজিদের তুলনায় বহুগুণ বেশি বলে হাদীসে উল্লেখ রয়েছে।

হাদীস অনুযায়ী, মসজিদুল হারামে আদায়কৃত একটি সালাতের সওয়াব সাধারণ মসজিদে আদায়কৃত এক লক্ষ সালাতের সমান। অপরদিকে, মসজিদে নববীতে আদায়কৃত একটি সালাতের সওয়াব সাধারণ মসজিদে আদায়কৃত এক হাজার সালাতের সমান।

সহীহ বুখারী ও সহীহ মুসলিমে বর্ণিত একটি হাদীসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “এই (মসজিদুল হারাম) মসজিদে আদায়কৃত একটি সালাত অন্য যেকোনো মসজিদে আদায়কৃত এক লক্ষ সালাত অপেক্ষা উত্তম।” একই হাদীসে তিনি আরও বলেন, “আমার এই মসজিদে (মসজিদে নববী) আদায়কৃত একটি সালাত মসজিদুল হারাম ছাড়া অন্যান্য সকল মসজিদে আদায়কৃত এক হাজার সালাত অপেক্ষা উত্তম।”

ধর্মীয় চিন্তাবিদদের মতে, এই ফজিলতের মূল কারণ হলো এসব মসজিদে ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর বিশেষ রহমত ও আত্মিক প্রশান্তি লাভ করেন। হজ ও উমরাহ পালনকারী মুসল্লিদের কাছে এই দুটি মসজিদে সালাত আদায় অত্যন্ত কাঙ্ক্ষিত একটি আমল হিসেবে বিবেচিত হয়।

ধর্মীয় ব্যক্তিত্বরা মুসলিমদের এসব মসজিদের মর্যাদা বোঝার আহ্বান জানিয়েছেন এবং সুযোগ পেলে সেখানে বেশি বেশি সালাত আদায়ের তাগিদ দিয়েছেন।