
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন। সোমবার (৪ আগস্ট) বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে। বার্তায় জানানো হয়, ‘প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আগামীকাল মঙ্গলবার বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন। বাংলাদেশ টেলিভিশন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে।’ এই ঘোষণাপত্রকে ঘিরে জনমনে ব্যাপক আগ্রহ ও কৌতূহল দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন, এটি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দিতে পারে। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রস্তুতি চলছে পুরোদমে, আর রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বিটিভির মাধ্যমে জনগণ প্রত্যক্ষ করতে পারবে এই বিশেষ অনুষ্ঠানটি। প্রধান উপদেষ্টার ঘোষণাকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক মহলে আলোচনার ঝড় বইছে।