
আওয়ামী লীগ সরকারের পতনের এক বছর পূর্ণ হলো আজ মঙ্গলবার, ৫ আগস্ট। গত বছরের এই দিনে ছাত্র-জনতার রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার পদত্যাগ করতে বাধ্য হয়। এর ঠিক তিন দিন পর, ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে। সরকার গঠনের এক বছরপূর্তিতে আজ বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জাতির সামনে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একইদিন রাতে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার কথাও রয়েছে তার। সরকারের একাধিক সূত্র জানিয়েছে, এই ভাষণে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচন কবে অনুষ্ঠিত হবে, সেই সময়রেখা তুলে ধরতে পারেন। ভাষণে তিনি আরও তুলে ধরবেন অন্তর্বর্তী সরকারের গত এক বছরের কর্মকাণ্ড, ‘জুলাই গণহত্যা’র বিচার কার্যক্রমের অগ্রগতি এবং চলমান সংস্কার প্রচেষ্টার সারসংক্ষেপ। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয়েছে, রাত ৮টার আগে-পরে এই ভাষণ প্রচারিত হতে পারে। নির্বাচনের সময় নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কমিশনগুলো ইতিমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে। গত ১৩ জুন লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে এক বৈঠকে এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের সম্ভাব্য সময় উল্লেখ করা হয়। সেই অনুযায়ী সব কিছু এগোলে মার্চের শেষ বা রমজানের আগের সপ্তাহেই ভোট অনুষ্ঠিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় জানিয়ে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ঘোষণা আসতে পারে এবং এরপর তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। প্রধান উপদেষ্টা এরই মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ও আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষদের সঙ্গে নির্বাচনী প্রস্তুতি নিয়ে বৈঠক করেছেন। সেনাবাহিনী ইতোমধ্যে মাঠে সক্রিয় রয়েছে এবং তাদের বিচারিক ক্ষমতাও দেওয়া হয়েছে। সেপ্টেম্বর থেকে দেড় লাখ পুলিশ সদস্যকে বিশেষ প্রশিক্ষণের আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। নির্বাচন সামনে রেখে সব ধরনের নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন করার দিকেই নজর দিচ্ছে বর্তমান অন্তর্বর্তী সরকার।