ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৩,৮৪১.৩৮ কোটি টাকার বাজেট ঘোষণা করেছে। বুধবার (৬ আগস্ট) ডিএসসিসি নগরভবনের মিলনায়তনে প্রশাসক মো. শাহজাহান মিয়া এই বাজেট উপস্থাপন করেন। বাজেটে আয়ের প্রারম্ভিক হিসাব ধরা হয়েছে ৮৪৫.১৬ কোটি টাকা, রাজস্ব আয় ১,৩২০.৪০ কোটি টাকা, অন্যান্য আয় ৭৯.৫৫ কোটি টাকা, সরকারি ও বিশেষ বরাদ্দ ১২৭ কোটি টাকা এবং সরকারি, বৈদেশিক ও ডিএসসিসি উৎস থেকে প্রাপ্তি ১,৪৬৯.২৪ কোটি টাকা।
ব্যয়ের খাতে পরিচালন ব্যয় ৬৩৫.৩৩ কোটি টাকা, অন্যান্য ব্যয় ১৫.০১ কোটি টাকা, নিজস্ব অর্থায়নে উন্নয়ন ব্যয় ৮৭৬.৬৪ কোটি টাকা, সরকারি ও বৈদেশিক সহায়তায় উন্নয়ন ব্যয় ১,৪৬৯.২৪ কোটি টাকা, উন্নয়ন ব্যয়ের মোট পরিমাণ ২,৩৪৫.৮৮ কোটি টাকা এবং সমাপনী স্থিতি (এফডিআরসহ) ৮৪৫.১৬ কোটি টাকা ধরা হয়েছে।
২০২৪-২৫ অর্থবছরে ঘোষিত বাজেট ছিল ৬,৭৬০.৭৪ কোটি টাকা, যা পরে সংশোধিত হয়ে দাঁড়ায় ২,৬৬৭.৫৯ কোটি টাকায়। এবারের বাজেট আগের তুলনায় কিছুটা বাড়লেও মূল বাজেটের চেয়ে তা এখনও কম।
প্রকাশক ও সম্পাদক
© কপিরাইট সমাচার বিশ্ব ২০২৫ | আমাদের ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।