মুন্সীগঞ্জের সিরাজদিখানে পারিবারিক কলহের জেরে বিষপানের পাঁচ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এক স্বামী-স্ত্রী। শনিবার (৯ আগস্ট) সকাল ৯টার দিকে রাজধানীর মিডফোর্ড ম্যাক্সএইড হাসপাতালে স্ত্রী রাখিয়া আক্তার (২৪) এবং ডেল্টা হাসপাতালে স্বামী দেলোয়ার হোসেনের (২৫) মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট সন্ধ্যায় পারিবারিক বিরোধের এক পর্যায়ে প্রথমে রাখিয়া আক্তার বিষপান করেন। পরে একই বোতলে থাকা অবশিষ্ট বিষ পান করেন দেলোয়ার হোসেন। পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে দ্রুত তাদের স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য নিউ লাইফ, ডেল্টা এবং ম্যাক্সএইড হাসপাতালে স্থানান্তর করা হয়। দম্পতির রাকিব (৫) ও সাকিব (৩) নামে দুই ছেলে সন্তান রয়েছে।
দেলোয়ারের বাবা আব্দুল বারেক মিয়া জানান, “সন্ধ্যায় নামাজ শেষে বাসায় এসে দেখি ছেলের বউ হঠাৎ বমি করছে। আমরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাই। আমার ছেলে খবর পেয়ে বাসায় গিয়ে অবশিষ্ট বিষ পান করে। কেন তারা এমন করলো বুঝতে পারছি না, তবে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ ছিল বলে মনে হয়।”
বাসাইল ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, “অভাবের সংসারে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। মনোমালিন্যের কারণেই এ ঘটনা ঘটতে পারে।”
সিরাজদিখান থানার ওসি মো. আবু বকর জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য বা ঝগড়ার জেরে ঘটনাটি ঘটেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রকাশক ও সম্পাদক
© কপিরাইট সমাচার বিশ্ব ২০২৫ | আমাদের ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।