০৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

নিউ মার্কেট থেকে ১১০০’র বেশি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার

ঢাকার নিউ মার্কেট এলাকায় সেনাবাহিনী অভিযান চালিয়ে ১,১০০টির বেশি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করেছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে সামুরাই চাপাতিসহ বিভিন্ন ধরনের ছুরি, যা সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহৃত হতো। এসব অস্ত্র সন্ত্রাসীদের কাছে বিক্রি ও ভাড়া দেওয়া হতো, এমনকি ফ্রি হোম ডেলিভারিও প্রদান করা হতো।

শনিবার (৯ আগস্ট) দিনভর পরিচালিত অভিযানে তিনটি দোকান থেকে ৯ জনকে আটক করা হয়। আটককৃতরা অবৈধ অস্ত্র বিক্রির সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিম আহমেদ জানান, সাম্প্রতিক সময়ে ঢাকায় কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের সন্ত্রাসী কার্যক্রম বেড়েছে। অভিযানে উদ্ধার হওয়া সামুরাই ছুরির ব্যবহার এই গ্যাংগুলোর মধ্যে ব্যাপক।

তিনি বলেন, ধারাবাহিক দুই দিনের অভিযানে নিউ মার্কেটের একাধিক দোকান ও গুদাম থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়েছে। দোকানীরা সামুরাই গোপনে বিক্রি করত এবং কুরিয়ার মাধ্যমে সন্ত্রাসীদের কাছে সরবরাহ করত। উদ্ধারকৃত অস্ত্রগুলো কোনো গৃহস্থালির কাজে ব্যবহার হয় না বরং হত্যাকাণ্ড, চাঁদাবাজি ও ছিনতাইয়ে ব্যবহৃত হত।

সেনাবাহিনী আরও জানিয়েছে, তারা এখন পর্যন্ত ৩০৬টি আগ্নেয়াস্ত্র ও ৮,২১৫ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে এবং এসব অস্ত্র সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে। এছাড়া আদাবর, শেরে বাংলা ও মোহাম্মদপুর এলাকা থেকে সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও দুষ্কৃতকারী ৮১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সেনাবাহিনী ব্যবসায়ীদের সতর্ক করে বলেছে, বর্তমান পরিস্থিতিতে অবৈধ ধারালো অস্ত্র বিক্রি বন্ধ করতে হবে। ব্যবসায়ীদের সঙ্গে অপরাধীদের যোগসাজশ আছে কিনা তা তদন্ত চলছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

নিউ মার্কেট থেকে ১১০০’র বেশি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার

প্রকাশিত হয়েছে: ১১:২৫:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫

ঢাকার নিউ মার্কেট এলাকায় সেনাবাহিনী অভিযান চালিয়ে ১,১০০টির বেশি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করেছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে সামুরাই চাপাতিসহ বিভিন্ন ধরনের ছুরি, যা সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহৃত হতো। এসব অস্ত্র সন্ত্রাসীদের কাছে বিক্রি ও ভাড়া দেওয়া হতো, এমনকি ফ্রি হোম ডেলিভারিও প্রদান করা হতো।

শনিবার (৯ আগস্ট) দিনভর পরিচালিত অভিযানে তিনটি দোকান থেকে ৯ জনকে আটক করা হয়। আটককৃতরা অবৈধ অস্ত্র বিক্রির সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিম আহমেদ জানান, সাম্প্রতিক সময়ে ঢাকায় কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের সন্ত্রাসী কার্যক্রম বেড়েছে। অভিযানে উদ্ধার হওয়া সামুরাই ছুরির ব্যবহার এই গ্যাংগুলোর মধ্যে ব্যাপক।

তিনি বলেন, ধারাবাহিক দুই দিনের অভিযানে নিউ মার্কেটের একাধিক দোকান ও গুদাম থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়েছে। দোকানীরা সামুরাই গোপনে বিক্রি করত এবং কুরিয়ার মাধ্যমে সন্ত্রাসীদের কাছে সরবরাহ করত। উদ্ধারকৃত অস্ত্রগুলো কোনো গৃহস্থালির কাজে ব্যবহার হয় না বরং হত্যাকাণ্ড, চাঁদাবাজি ও ছিনতাইয়ে ব্যবহৃত হত।

সেনাবাহিনী আরও জানিয়েছে, তারা এখন পর্যন্ত ৩০৬টি আগ্নেয়াস্ত্র ও ৮,২১৫ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে এবং এসব অস্ত্র সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে। এছাড়া আদাবর, শেরে বাংলা ও মোহাম্মদপুর এলাকা থেকে সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও দুষ্কৃতকারী ৮১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সেনাবাহিনী ব্যবসায়ীদের সতর্ক করে বলেছে, বর্তমান পরিস্থিতিতে অবৈধ ধারালো অস্ত্র বিক্রি বন্ধ করতে হবে। ব্যবসায়ীদের সঙ্গে অপরাধীদের যোগসাজশ আছে কিনা তা তদন্ত চলছে।