খেলাপি ঋণ আদায়ের জন্য অর্থঋণ আদালতে করা মামলার বিস্তারিত তথ্য প্রতিবছর দুইবার বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সোমবার (১১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে জারি করা এক সার্কুলারে জানানো হয়, অর্থঋণ ও অন্যান্য আদালতে ব্যাংকগুলোর দায়ের করা এবং নিষ্পত্তি হওয়া মামলার তথ্য প্রতি বছরের ৩০ জুন ও ৩১ ডিসেম্বর ভিত্তিক দুই দফায় জমা দিতে হবে। একইসঙ্গে মামলার আগে মধ্যস্থতার মাধ্যমে আদায় হওয়া ঋণের তথ্যও দাখিল করতে হবে। এই তথ্য ব্যাংকগুলোকে হার্ডকপি ও সফটকপি—দু’ভাবেই বাংলাদেশ ব্যাংকে পাঠাতে হবে। সার্কুলারে উল্লেখ করা হয়েছে, ব্যাংকগুলোর কাছ থেকে নানা ধরনের তথ্য সংগ্রহ করা হলেও অনেক সময় একই তথ্য একাধিকবার দিতে হয়, ফলে সময় ও শ্রমের অপচয় ঘটে। এসব সমস্যা এড়াতে তথ্য জমাদানের নিয়ম-কানুন নতুনভাবে নির্ধারণ করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, ঋণ বা বিনিয়োগ অবলোপনের তথ্য আগে হার্ডকপিতে জমা দিতে হলেও এখন তা আর লাগবে না, শুধুমাত্র ইডিডব্লিউ পোর্টালে আপলোড করলেই যথেষ্ট হবে। একইভাবে আমদানি-পরবর্তী অর্থায়নের তথ্য আগে একাধিক বিভাগে জমা দিতে হলেও এখন তা কেবল ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশনে দিলেই হবে। বাংলাদেশ ব্যাংক মনে করছে, এই পরিবর্তনে তথ্য ব্যবস্থাপনা প্রক্রিয়া আরও সহজ ও সময় সাশ্রয়ী হবে।
প্রকাশক ও সম্পাদক
© কপিরাইট সমাচার বিশ্ব ২০২৫ | আমাদের ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।