জাতীয় সংসদ নির্বাচনে কোনো দল অন্য দলের সঙ্গে জোট করলেও নিজ দলের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।
সোমবার (১১ আগস্ট) কমিশন সভা শেষে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এই সিদ্ধান্ত জানান। ইসি সানাউল্লাহ বলেন, এটি সংস্কার কমিশনের প্রস্তাব ছিল এবং নির্বাচন কমিশনও সেটি গ্রহণ করেছে। তিনি জোর দিয়ে বলেন, নির্বাচনকে উৎসাহিত বা নিরুৎসাহিত করার কোনো উদ্দেশ্য নেই, এটি সম্পূর্ণ রাজনৈতিক স্বাধীনতার বিষয়।
তিনি আরও বলেন, যেকোনো দল এককভাবে নির্বাচন করবে, দলীয়ভাবে করবে কিংবা জোটবদ্ধভাবে অংশগ্রহণ করবে, তবে জোটবদ্ধ হলেও প্রতিটি দল তাদের নিজস্ব রিজার্ভ প্রতীকে নির্বাচন করবে, অর্থাৎ কোনো একটি সম্মিলিত প্রতীকে নয়।
একজন প্রার্থী কতটি আসনে ভোটে দাঁড়াতে পারবেন, এ বিষয়ে ইসি বলেন, এটি নিয়ে এখনও আলোচনা চলছে এবং এটি ঐকমত্যের বিষয়। তিনি আশা প্রকাশ করেন, সংশোধিত বিধানগুলো আগামী সপ্তাহে আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।
এছাড়া নির্বাচনী সংস্কারে আরপিও সম্পর্কিত আরও কিছু বিধান আসতে পারে বলে জানান তিনি।
প্রকাশক ও সম্পাদক
© কপিরাইট সমাচার বিশ্ব ২০২৫ | আমাদের ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।