সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আলোচনার কেন্দ্রবিন্দু ছিল চিটাগং কিংস। কিছুদিন আগে ফ্র্যাঞ্চাইজিটির বিরুদ্ধে ৪৬ কোটি টাকা পাওনার দাবি জানিয়ে আইনি নোটিশ পাঠায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), যা ফ্র্যাঞ্চাইজিটির কর্ণধার সামির কাদের নিজেই নিশ্চিত করেন। সামিরের অভিযোগ, এই সমস্যা সমাধানে কয়েক দফা চেষ্টা করেও তিনি বিসিবির সঙ্গে আলোচনায় বসতে পারেননি। তবে সোমবার (১১ আগস্ট) বিসিবির পক্ষ থেকে যোগাযোগ করা হলে দুই পক্ষ শিগগিরই আলোচনায় বসতে যাচ্ছে। সামির কাদের গণমাধ্যমকে জানান, বোর্ড পরিচালকদের সঙ্গে তার কথা হয়েছে এবং তারা বিষয়টি নিয়ে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন। তিনি বিসিবিকে ধন্যবাদ জানিয়ে বলেন, এতদিন পর তারা নিজ উদ্যোগে আলোচনায় বসার জন্য ডাকায় তিনি কৃতজ্ঞ। তবে ৪৬ কোটি টাকার এই অঙ্কের বিষয়ে বিসিবি কিংবা তার নিজের কাছেই কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা নেই বলে দাবি করেন সামির। তার ভাষায়, বাজারে এই ফিগার ঘুরছে, কিন্তু এর উৎস কারও জানা নেই। তিনি জানান, বিষয়টি বিসিবিরও অজানা ছিল, অথচ অজান্তেই তাকে ৪৬ কোটি টাকার নোটিশ পাঠানো হয়েছে। প্রায় এক মাস আগে নোটিশটি পাওয়ার কথা উল্লেখ করে সামির বলেন, তিনি এতদিন এ নিয়ে কোনো মন্তব্য করেননি, তবে বিসিবির তরফ থেকেই নোটিশ পাঠানোর বিষয়টি প্রকাশ্যে এসেছে।
প্রকাশক ও সম্পাদক
© কপিরাইট সমাচার বিশ্ব ২০২৫ | আমাদের ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।