
১৫ আগস্ট আলাস্কায় অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্র ও রাশিয়ার শীর্ষ বৈঠক আবারও রাজ্যটির ইতিহাসের দিকে দৃষ্টি আকর্ষণ করেছে। বর্তমান আমেরিকান এই অঙ্গরাজ্য একসময়ে ছিল রাশিয়ার উপনিবেশ। ঐতিহাসিক তথ্য অনুযায়ী, ১৭ শতকে প্রথম রুশ অভিযাত্রী আলাস্কায় পৌঁছান। দীর্ঘদিন সেখানে কার্যক্রম চালানোর পর নানা কারণে রাশিয়া আলাস্কা বিক্রি করে দেয় যুক্তরাষ্ট্রের কাছে। ১৮৬৭ সালে মাত্র ৭.২ মিলিয়ন ডলারে চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রের অংশ হয়ে যায় আলাস্কা। সমকালীন রুশ সংবাদমাধ্যম লেন্টা.রু জানায়, রাশিয়া কেন আলাস্কা বিক্রি করেছিল, বিক্রির অর্থ কোথায় গিয়েছিল এবং রুশ আমেরিকা কীভাবে অদৃশ্য হলো, সেই প্রশ্ন এখনও আলোচনায়। একসময় শিকার, বাণিজ্য ও উপনিবেশ স্থাপনের মাধ্যমে রুশরা তাদের আমেরিকা গড়ে তুললেও তা বেশিদিন স্থায়ী হয়নি। আজও আলাস্কার বিভিন্ন অঞ্চলে রুশ আমলের স্মৃতি বহন করে অনেক নিদর্শন।