শনিবার (১৬ আগস্ট) বিকেলে সিলেট সার্কিট হাউজে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সিলেট ও সুনামগঞ্জ জেলার বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা ও দায়রা জজ আদালত, মহানগর দায়রা জজ আদালত, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, শ্রম আদালতসহ বিভিন্ন ট্রাইব্যুনালের বিচারকরা অংশ নেন।
সভায় প্রধান বিচারপতি বিচার বিভাগ সংস্কার সংক্রান্ত রোডম্যাপ স্কিম তুলে ধরেন এবং তা অংশগ্রহণকারীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি জনমুখী বিচার ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে বিচার কার্যক্রম জনগণের কাছে কীভাবে পৌঁছে দেওয়া যায়, সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম জানিয়েছেন, সিলেটের এই অনুষ্ঠান বিচার বিভাগ সংস্কারের রোডম্যাপ বাস্তবায়ন সংক্রান্ত রোড শোর দ্বিতীয় পর্ব হিসেবে অনুষ্ঠিত হলো।
প্রকাশক ও সম্পাদক
© কপিরাইট সমাচার বিশ্ব ২০২৫ | আমাদের ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।