
১৫ আগস্ট রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কয়েক ঘণ্টার বৈঠকের পর সংবাদ সম্মেলনে আসেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, অনেক বিষয়ে একমত হলেও কিছু বড় বিষয়ে একমত হতে না পারায় কোনো চুক্তি হয়নি। বৈঠকের পর ফক্স নিউজকে সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ হবে যদি রাশিয়ার কাছে কিছু ভূখণ্ড দেওয়া হয় এবং যুক্তরাষ্ট্র নিরাপত্তা গ্যারান্টি দেয়। সাংবাদিক সিন হ্যানিটির প্রশ্নে ট্রাম্প জানান, এসব বিষয়ে তারা অনেকটা সম্মত হয়েছেন এবং বৈঠকটি ছিল উষ্ণ। পুতিনকে তিনি শক্তিশালী ও কঠোর ব্যক্তি আখ্যা দিলেও বৈঠককে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন। ট্রাম্প ইঙ্গিত দেন, যুদ্ধ থামাতে হলে ইউক্রেনকে রাশিয়ার দাবি মেনে ভূখণ্ড ছাড়তে হবে। তিনি বলেন, যুদ্ধ শেষের খুব কাছে পৌঁছে গেছেন তারা এবং ইউক্রেনকে এটি মেনে নিতে হবে। জেলেনস্কিকে উপদেশ চাইলে ট্রাম্প বলেন, যুদ্ধ বন্ধের চুক্তি করুন।