ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)-এর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। আগামী বছর থেকে এই মেলা আর ‘আন্তর্জাতিক’ নামে পরিচিত হবে না; নতুন নাম হবে ‘ঢাকা বাণিজ্য মেলা’।
১৯৯৫ সাল থেকে ডিআইটিএফ নামে এ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। শুরুতে রাজধানীর আগারগাঁওয়ে আয়োজন হলেও বর্তমানে এটি পূর্বাচলে হচ্ছে।
ইপিবির ১৪৮তম পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। বাণিজ্য সচিব মাহবুবুর রহমান, ইপিবির ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানসহ অনেকে উপস্থিত ছিলেন। সভায় কিছু সদস্য নাম পরিবর্তনের বিপক্ষে মত দিলেও শেষ পর্যন্ত পরিবর্তনের সিদ্ধান্ত গৃহীত হয়।
বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, বিদেশি প্রতিষ্ঠানের প্রত্যক্ষ অংশগ্রহণ কমে আসা, দূতাবাস বা প্রতিনিধি দলের পরিবর্তে স্থানীয় এজেন্টদের মাধ্যমে অংশগ্রহণ, নিম্নমানের পণ্য বিদেশি ব্র্যান্ডের নামে প্রদর্শন—এসব কারণে ক্রেতারা প্রতারিত হচ্ছিলেন এবং মেলার আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছিল। তাই ‘আন্তর্জাতিক’ শব্দটি বাদ দেওয়া হয়েছে।
তবে যেসব বিদেশি প্রতিষ্ঠান আগে অংশ নিয়েছে, তারা ভবিষ্যতেও অংশ নিতে পারবে। পাশাপাশি নতুন উদ্যোগ হিসেবে ইপিবি আয়োজন করবে ‘সোর্সিং বাংলাদেশ ২০২৫’। এ আন্তর্জাতিক সোর্সিং ফেয়ারের মাধ্যমে বৈশ্বিক পর্যায়ে বাংলাদেশের রপ্তানিযোগ্য পণ্যের পরিচিতি বাড়ানো হবে।
প্রকাশক ও সম্পাদক
© কপিরাইট সমাচার বিশ্ব ২০২৫ | আমাদের ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।