সৌদি আরবে ভ্রমণকারীদের জন্য বিশেষ ছাড় ঘোষণা করেছে দেশটির জাতীয় বিমান সংস্থা সৌদিয়া। আগামী ১ সেপ্টেম্বর থেকে ১০ ডিসেম্বরের মধ্যে যারা সৌদি আরবে যাবেন, তারা এ সুবিধা পাবেন।
সংস্থাটি জানিয়েছে, ১৭ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত বিশেষ অফার কার্যকর থাকবে। এই ১৪ দিনের মধ্যে যারা টিকিট কাটবেন, তারাই ছাড়ের সুযোগ পাবেন। ৩১ আগস্টের পর টিকিট কেনা হলে আর এ সুবিধা মিলবে না।
অফারের আওতায় সৌদিয়ার আন্তর্জাতিক রুটে যাওয়া-আসা এবং ট্রানজিট বিমানের ভাড়ায় ৫০ শতাংশেরও বেশি ছাড় দেওয়া হবে। ছাড়টি বিজনেস এবং গেস্ট ক্লাস— উভয় ক্ষেত্রেই প্রযোজ্য। গেস্ট ক্লাসে যদিও বিজনেস ক্লাসের তুলনায় কিছু সুবিধা কম থাকবে।
সৌদিয়া জানায়, অফারটি পাওয়া যাবে তাদের ওয়েবসাইট, মোবাইল অ্যাপ ও বিক্রয়কেন্দ্রের মাধ্যমে টিকিট ক্রয় করলে। এছাড়া ট্রানজিট ফ্লাইট বুকিং করা যাত্রীরা সৌদিয়ার ডিজিটাল স্টপওভার ভিসার সুবিধাও নিতে পারবেন। এটি স্বয়ংক্রিয়ভাবে টিকিটের সঙ্গে যুক্ত থাকে। এই ভিসার মাধ্যমে যাত্রীরা সৌদি আরবে সর্বোচ্চ ৯৬ ঘণ্টা অবস্থান করতে পারবেন। এ সময় তারা ওমরাহ পালনের পাশাপাশি সৌদি আরব ভ্রমণের সুযোগও পাবেন।
বর্তমানে সৌদিয়া চারটি মহাদেশের ১০০টিরও বেশি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে। তাদের বহরে রয়েছে ১৪৯টি আধুনিক বিমান।
প্রকাশক ও সম্পাদক
© কপিরাইট সমাচার বিশ্ব ২০২৫ | আমাদের ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।