
দুর্নীতি দমন কমিশন (দুদক) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শীর্ষ ১৭ কর্মকর্তার জ্ঞাতআয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ খতিয়ে দেখবে। মঙ্গলবার (১৯ আগস্ট) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
দুদক জানিয়েছে, কর্মকর্তাদের সম্পদ ও দায়-দেনার হিসাব বিবরণী জমা দেওয়ার আদেশ জারি করা হয়েছে। অভিযোগ রয়েছে, কিছু কর্মকর্তা কর ও শুল্ক আদায়ে ঘুষ নিয়েছেন এবং কেউ কেউ মিথ্যা মামলা করে করদাতাদের হয়রানি করেছেন। এছাড়া কর ফেরতের প্রক্রিয়ায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নিজেও মোটা অঙ্কের টাকা উপার্জন করেছেন।
তদন্তের আওতায় থাকা কর্মকর্তাদের মধ্যে রয়েছেন কর কমিশনার এম এম ফজলুল হক, কর আপিল ট্রাইব্যুনালের কমিশনার লোকমান আহমেদ, আয়কর গোয়েন্দা ইউনিটের অতিরিক্ত কমিশনার সাহেলা সিদ্দিক, ভ্যাট গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার হাছান তারিক রিকাবদার, যুগ্ম কর কমিশনার মোনালিসা সাহরিন সুস্মিতা, এনবিআরের সদস্য ও সাবেক অতিরিক্ত মহাপরিচালকসহ মোট ১৭ জন।
দুদকের প্রতিবেদনে বলা হয়েছে, তারা চাকরিকালীন সময়ে একাধিক প্রতিষ্ঠানকে শুল্ক, ভ্যাট ও আয়কর ফাঁকির সুযোগ দিয়ে নিজেই লাভবান হয়েছেন। এতে সরকার প্রতি বছর বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
প্রসঙ্গত, গত ১২ মে এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি বিভাগ করার অধ্যাদেশ জারি করা হয়। মে ও জুনে কর্মকর্তারা আন্দোলন করলেও সরকারের আশ্বাসে তা প্রত্যাহার করা হয়।